For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার নাম বদলে যাচ্ছে, জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

৩৪ বছর আগে পথ চলা শুরু হয়েছিল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার। এবার এই সংস্থার নাম বদলে যাচ্ছে। বদলে হচ্ছে স্পোর্টস ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

৩৪ বছর আগে পথ চলা শুরু হয়েছিল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার। এবার এই সংস্থার নাম বদলে যাচ্ছে। বদলে হচ্ছে স্পোর্টস ইন্ডিয়া। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর। নয়াদিল্লিতে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে।

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার নাম বদলে যাচ্ছে

এই সংস্থা ১৯৮৪ সালে তৈরি হয়। ৫০তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঠিক হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবার কোচেদেরও মত থাকবে। অ্যাথলিটদের খাবারের খরচের বরাদ্দও বাড়ানো হচ্ছে। খেলোয়াড়দের যাতে পুষ্টি ও খাবারের কোনও খামতি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। এক্ষেত্রে কোনওরকম আপোস করা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া-র গভর্নিং বডি বড় সংস্থাকে নিয়ে আসছে যাতে খেলোয়াড়দের খাতির-যত্ন, থাকা-খাওয়ার ব্যবস্থা ভালো করে করা যায়।

সম্প্রতি বেঙ্গালুরুর সাই কমপ্লেক্সে থাকা-খাওয়ার মান নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় হকি দলের কোচ হরেন্দ্র সিং। সেদিকে নজর দেওয়া হয়েছে। স্থির হয়েছে, বিভিন্ন সংস্থার সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ গড়ে অ্যাথলিটদের মানোন্নয়নের চেষ্টা করা হবে।

English summary
Sports Authority of India to be renamed as Sports India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X