For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০২০: ক্রীড়াক্ষেত্রে কত টাকা খরচ করতে চলেছে সরকার, জেনে নিন

বাজেট ২০২০: ক্রীড়াক্ষেত্রে কত টাকা খরচ করতে চলেছে সরকার, জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ২০২০তে ক্রীড়াক্ষেত্রে ২৮২৬.৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটের থেকে এবারের প্রস্তাবনায় ৫০ কোটি টাকা বাড়ানো হয়েছে।

বাজেট ২০২০: ক্রীড়াক্ষেত্রে কত টাকা খরচ করতে চলেছে সরকার, জেনে নিন

দেশের ক্রীড়াক্ষেত্রের তৃণমূল স্থর পর্যন্ত উন্নতি জন্য এই বাজেটে জোর দেওয়া হল। গত বছর খেলো ইন্ডিয়াতে বিশেষ জোর দেওয়া হয়েছিল। যার সাফল্যেও মিলেছে। তার ভিত্তিতেই এবছর ফের খেলো ইন্ডিয়াতে গুরুত্ব দিলেন নির্মলা সীতারমন।

খেলো ইন্ডিয়া ডেভলপমেন্ট প্রকল্পের জন্য ২৯১.৪২ কোটি টাকা বরাদ্দ করা হল। অন্যদিকে এবছর অলিম্পিকে বছর। টোকিও'র মাটিতে এবছর ভারতীয় অ্যাথলিটরা বিভিন্ন ক্ষেত্রে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে অংশ নেমে। ক্রীড়াবিদদের ইনসেনটিভ দেওয়ার খাতে অবশ্য বাজেটে অর্থমূল্য কমানো হয়েছে। গত বছরে বাজেটে ১১১ কোটি টাকা এই খাতে বরাদ্দ ছিল। সেখানে তা কমিয়ে এখন ৭০ কোটি টাকা করা হয়েছে।

অন্যদিকে ন্যাশানাল স্পোর্টস ফেডারেশনের জন্য বরাদ্দ অর্থমূল্যে খরচ কমানো হল। গত বাজেটে যা ৩০০ কোটি ছিল। এবার তা ২৪৫ কোটি করা হয়েছে। জাতীয় স্পোর্টস ডেভালপমেন্ট ফান্ডের খরচ কমিয়ে ৭৭ .১৫ কোটি থেকে ৫০ কোটি করা হয়েছে।

স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়ার জন্য বরাদ্দ ৬১৫ কোটি থেকে ৫০০ কোটিতে নামিয়ে আনা হল।

English summary
sports budget: Government allocates Rs 2826.92 crore as sports budget for next financial year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X