For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে বিদায় নেবে করোনা! ২০২১ সালেও অলিম্পিক হওয়া নিয়ে উদ্বেগ

কবে বিদায় নেবে করোনা! ২০২১ সালেও অলিম্পিক হওয়া নিয়ে উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে ১ বছর পিছিয়েছে অলিম্পিক। ২০২০ সালের পরিবর্তে জাপানে ২০২১ সালে অলিম্পিক হবে। গত ৩০ মার্চ সব জল্পনার অবসান ঘটিয়ে করোনার কারণে অলিম্পিকের সূচির পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

আগামী বছরও অলিম্পিক হবে কিনা, সেই নিয়ে নতুন করে জল্পনা

আগামী বছরও অলিম্পিক হবে কিনা, সেই নিয়ে নতুন করে জল্পনা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আয়োজক জাপানের সঙ্গে বৈঠক করে টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে আগামী বছরও অলিম্পিক হবে কিনা, সেই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হল।

কেন এই জল্পনা

কেন এই জল্পনা

শুক্রবার টোকিও গেমসের চিফ এক্সিকিউটিভ পরের বছর অলিম্পিক হবে কিনা, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যারপরই ২০২১ সালে অলিম্পিক হওয়া নিয়ে চাপা জল্পনা দানা বাধতে শুরু করেছে। আয়োজক কমিটির সিইও টি মুটো বলেছেন, 'করোনা থাবার গোটা বিশ্বের প্রতিটি দেশে এখন শোচনীয় পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে সহজে মুক্তি নেই বলে মনে হচ্ছে। বিশ্ব কতদিন করোনা ভাইরাসে বিরুদ্ধে মোকাবিলা করে সংক্রমণমুক্ত হতে পারবে জানা নেই। অলিম্পিক পিছিয়ে দিয়ে পরের বছর জুলাইয়ে রাখা হয়েছে। তবে পরের বছরও টুর্নামেন্ট হবে কিনা, নিশ্চিত করে বলা যাচ্ছে না। করোনার ভয়াবহতা এতটাই বেশি যে নিশ্চিত করে এখন থেকে কিছু বলা কঠিন।'

 সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে আয়োজকরা

সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে আয়োজকরা

মুটো আরও বলেন, 'পরিস্থিতি যতই কঠিনই হোক না কেন, আগামী বছরের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই জিতে বিশ্ব স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে বলে মনে করি। এক বছরের মধ্যে করোনা বিদায় নেমে বলে মনে করছি। সেই মেতা গেমসের জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। '

 অলিম্পিক কবে শুরু হওয়ার কথা ছিল

অলিম্পিক কবে শুরু হওয়ার কথা ছিল

উল্লেখ্য চলতি বছরে জাপানে ২৪ জুলাই থেকে অলিম্পিক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে কঠিন পরিস্থিতিতে অলিম্পিক করতে চান। পাল্টা কানাডা ও অস্ট্রেলিয়া এবছর টুর্নামেন্ট হলে তারা দল তুলে নিয়ে বাধ্য হবে বলে চাপ তৈরি করলে শেষ পর্যন্ত আবে তাঁর অবস্থান থেকে সরে আসেন।

English summary
Tokyo Olympic CEO hints games could be in doubt even reschedule in 2021 for Corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X