For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরপেক্ষ স্থানে হোক ডেভিস কাপের ভারত-পাক টাই, চায় এআইটিএফ

নিরপেক্ষ স্থানে হোক ডেভিস কাপের ভারত-পাক টাই, চায় এআইটিএফ

  • |
Google Oneindia Bengali News

সাড়ে পাঁচ দশক পর আবার পাকিস্তানে ডেভিস কাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় টেনিস দলের। কিন্তু জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে শুরু হওয়া রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা সেই সফরের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

১৪ ও ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া জোন গ্রুপের টাই হওয়ার কথা। সেখানে দল পাঠানো নিয়ে ভাবনায় পড়েছে ভারতের টেনিস সংস্থা।

এআইটিএ-র ভাবনা

এআইটিএ-র ভাবনা

বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো উচিত হবে না বলেই মনে করে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। ১৯৭৩ সালে নিরপেক্ষ ভেন্যু মালেশিয়াতে ভারত ও পাকিস্তানের মহারণ দেখেছিল টেনিস বিশ্ব। একই ভাবে এবারও ডেভিস কাপের ম্যাচ হোক নিরেপেক্ষ কোনও দেশে, ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের কাছে ভারত এমনই দাবি করতে পারে বলে খবর।

কবে আবেদন

কবে আবেদন

সূত্রের খবর, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আরও দুই দিন সময় নিতে চায় এআইটিএ। তারপর এই ইস্যুতে তারা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে চিঠি লিখতে পারে বলে খবর।

আইটিএফ

আইটিএফ

আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। নিয়ম অনুযায়ী, কোনও একটি দেশের জন্য ডেভিস কাপের টাই আটকে গেলে, সেই দেশকে ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু এক্ষেত্রে বিষয়টি স্পর্শকাতর বলে জানিয়েছে আইটিএফ। ভারত-পাক টাইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল ভারতীয় টেনিস সংস্থাও।

English summary
AITA has decided to wait for couple more days on Davis Cup tie in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X