For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় ভারত-পাক সিরিজ নিয়ে শোয়েবকে সমর্থন, কপিলকে একহাত নিলেন আফ্রিদি

করোনা মোকাবিলায় ভারত-পাক সিরিজ নিয়ে শোয়েবকে সমর্থন, কপিলকে একহাত নিলেন আফ্রিদি

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা থাবা। করোনার কবলে ভারত-পাকিস্তানও। উপমহাদেশের দুই দেশে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এই অবস্থায় করোনা লড়াইয়ে দুই দেশ একসঙ্গে কাজ করুক। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফান্ড সংগ্রহের জন্য ভারত-পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। এরপরেই ভারতের ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব শোয়েবের সেই দাবি উড়িয়ে দেন। এবার ভারত-পাক সিরিজ নিয়ে শোয়েবকে সমর্থন, কপিলকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।

শোয়েব আখতার বনাম কপিল দেবের দ্বৈরথে এবার অবতীর্ণ হলেন আফ্রিদি। ইন্দো-পাক সিরিজের বিষয়ে প্রাক্তন সতীর্থ শোয়েবের প্রস্তাবকে সমর্থন করার পাশাপাশি কপিল দেবকেও একহাত নিলেন তিনি।

কী জানিয়েছেন আফ্রিদি

কী জানিয়েছেন আফ্রিদি

আফ্রিদি জানিয়েছেন, 'বিশ্বজুড়ে করোনা ক্রমেই ভয়াবহ হচ্ছে। এখন নেতিবাচক চিন্তা দূরে রাখা উচিত। করোনা মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। শোয়েব ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সিরিজের যে প্রস্তাব দিয়েছিল,তাতে খারাপ কিছু নেই। উল্টে এতে কপিল দেবের প্রতিক্রিয়া আমাকে অবাক করেছে। সংকটের সময় কপিলের নেতিবাচক মন্তব্য একেবারেই কাম্য নয়।'

কী বলেছিলেন শোয়েব আখতার

কী বলেছিলেন শোয়েব আখতার

ভাইরাসের টিকা আবিষ্কার থেকে দেশবাসীর চিকিৎসার জন্য অর্থের যোগানে সেলেবদুনিয়া লক্ষ লক্ষ টাকা সাহায্য করেছেন। এরপরও দেশকে পুরোপুরি করোনা মুক্ত করতে আরও অনেক বেশি সাহায্য়ের প্রয়োজন। ভারতের মতো পাকিস্তানও করোনা হানায় ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রতিবেশি দুই দেশকে ক্রিকেট দিয়ে করোনা মোকাবিলায় প্রস্তাব দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহ ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন শোয়েব।

শোয়েবের প্রস্তাব

শোয়েবের প্রস্তাব

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ডুয়েলের জনপ্রিয়তাকে মাথায় রেখেই দুই দেশের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রস্তাব দিয়েছেন শোয়েব। চ্যারিটি এই ম্যাচ থেকে পাওয়া অর্থ দুই দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যায় করার প্রস্তাব রাখেন আখতার।

রাজনৈতিক সম্পর্কের অবনতিতে বন্ধ ক্রিকেট

রাজনৈতিক সম্পর্কের অবনতিতে বন্ধ ক্রিকেট

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ডুয়েলের জনপ্রিয়তাকে মাথায় রেখেই দুই দেশের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রস্তাব দিয়েছেন শোয়েব। প্রসঙ্গত দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ম্যাচ ২০১২ সালের পর থেকে বন্ধ।

শোয়েবকে পাল্টা দিয়ে কপিল যা জানান

শোয়েবকে পাল্টা দিয়ে কপিল যা জানান

যার পরেই কপিল দেব সাফ জানিয়েছিলেন, 'শোয়েবের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে করোনার বিরুদ্ধে লড়াই করতে ভারতকে ম্যাচ খেলে অর্থের জোগাড় করতে হবে এমন দুর্দশা আসেনি। করোনা আবহে ভারতীয় ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে ম্যাচ খেলার জন্য বাইশ গজে ঠেলে দেওয়া হবে না। পয়সা প্রয়োজন হলে বিসিসিআই দেশের সংকটে অর্থ দেওয়ার মতো ক্ষমতা রাখে।'

English summary
Afridi Backs Akhtar's Claim on Ind-Pak odi Series To raise fund to fight against COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X