For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটের পর এবার দেশবাসীর সেবায় ধোনি, জানালেন সেনাপ্রধান রাওয়াত

আপাতত ভারতীয় সেনার প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং চলছে। ট্রেনিং শেষ হলেই দেশের সেনাবাহিনীতে জীবন শুরু করবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

  • |
Google Oneindia Bengali News

আপাতত ভারতীয় সেনার প্যারাশ্যুট রেজিমেন্টে ট্রেনিং চলছে। ট্রেনিং শেষ হলেই দেশের সেনাবাহিনীতে জীবন শুরু করবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ক্রিকেটের পর এবার দেশবাসীর সেবায় ধোনি, জানালেন সেনাপ্রধান রাওয়াত

৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট কাশ্মীর সীমান্তে আর পাঁচটা ভারতীয় জওয়ানদের মতো সাম্মানিক লেফটেন্যান্ট কর্ণেল ধোনিকে টহল দিতে দেখা যাবে। সেই নিয়ে এবার দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ' ক্রিকেটের পর এবার দেশবাসীর সেবায় ধোনি। এতদিন দেশের হয়ে ক্রিকেটে সেবা করেছেন ।এ বার সীমান্তে প্রহরী হয়ে দেশবাসীর সেবা করতে চলেছেন ধোনি।'

প্রসঙ্গত চলতি মাসের শেষ দিন থেকে কাশ্মীর উপত্যাকায় টেরিটোরিয়াল আর্মির ট্রুপের সঙ্গে টহলদারী দলে থাকতে চলেছেন ধোনি। কাশ্মীরে অন্য জওয়ানের মতো টহলদারী, গার্ড ও পোস্ট ডিউটির দায়িত্ব সামলাতে দেখা যাবে তাঁকে। এতদিন বাইশ গজে দস্তানা হাতে উইকেটের পিছনে পাহাড়া দিয়েছেন, এবার সীমান্তে জওয়ানদের মতো দেশবাসীর জন্য পাহাড়া দিতে দেখা যাবে ধোনিকে। সাধারণ জওয়ানদের মতো লাইন অফ কন্ট্রোলে পোট্রোলিং করবেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।

উল্লেখ্য ক্রিকেট থেকে দুমাসের বিশ্রাম নিয়ে, বৃহস্পতিবার ভারতীয় সেনার ১০৬ নম্বর ইনফ্যানট্রি ব্যাটিলিয়নে যোগ দিয়েছেন ধোনি। বুধবার বেঙ্গালুরুর হেডকোয়ার্টারে রিপোর্ট করেন মাহি। পরদিন থেকেই তার ট্রেনিং শুরু হয়েছে।

English summary
After serving for cricket, Dhoni will protect indian citizens, says Army chief General Bipin Rawat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X