For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের স্বপ্নে বিভোর কেকেআর

  • |
Google Oneindia Bengali News

পাঞ্জাবের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ফের একবার জ্বলে উঠল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দৌড়ে টিকে থাকতে হলে এদিন পাঞ্জাবকে হারাতে হতো দীনেশ কার্তিকদের। এরকম চাপের ম্যাচে খেলতে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দিল নাইটরা। পাঞ্জাবকে সাত উইকেটে হারিয়ে বড় জয় পেল দীনেশ কার্তিকের দল।

পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের স্বপ্নে বিভোর কেকেআর

এদিন টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় কলকাতা। ৬ উইকেট হারিয়ে পাঞ্জাব তোলে ১৮৩ রান। মিডল অর্ডারে নিকোলাস পুরান ২৭ বলে ৪৮ রানের মারকাটারি ব্যাটিং করেন। একেবারে শেষ দিকে স্যাম কারান মাত্র ২৪ বলে ৫৫ রানের বিস্ফোরক ব্যাটিং করে পাঞ্জাবকে ১৮৩ রানে পৌঁছে দেন।

ডু অর ডাই ম্যাচে রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স অসাধারণ শুরু করে। ওপেন করেন শুভমান গিল ও ক্রিস লিন। লিন প্রথমে ধরে খেললেও মাত্র ২২ বলে ৪৬ রানের বিস্ফোরক ব্যাটিং উপহার দিয়ে যান। তিন নম্বরে নামা রবিন উথাপ্পা ১৪ বলে ২২ করেন। চার নম্বরে নামা আন্দ্রে রাসেল করেন ১৪ বলে ২৪ রান।

যার ফলে রান তাড়া করতে নেমে কলকাতার ওপর সেভাবে কোন বড় চাপ পড়েনি। শেষ থেকে অধিনায়ক দীনেশ কার্তিক মাত্র ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। এবং ওপেন করতে নামা শুভমান গিল ৪৯ বলে ৬৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

কলকাতা ১২ বল বাকি থাকতে সাত উইকেটে জিতে নেয়। পাঞ্জাবের হয়ে কোনও খেলোয়াড়ই সেভাবে ছাপ ফেলতে পারেননি। মহম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট নেন। একমাত্র শামি তিন ওভারে ১৫ রান দিয়ে একটি উইকেট পান।

এদিন জয়ের ফলে কলকাতা ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এল। পরের ম্যাচটি জিততে পারলে এবং একই সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ পরের ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারলেই কলকাতার প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে।

English summary
After winning against KXIP, KKR eyes IPL play-offs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X