For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমলাকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, বাদ মরিস

৩৬ বছরের হাসিম আমলাকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। যদিও সেই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার ক্রিস মরিস। তাঁর বদলে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তরুণ অ্যানরিচ নর্টজ

  • |
Google Oneindia Bengali News

৩৬ বছরের হাসিম আমলাকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। যদিও সেই দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার ক্রিস মরিস। তাঁর বদলে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তরুণ অ্যানরিচ নর্টজে। প্রত্যাশা মতোই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ফাফ ডু প্লেসি।

আমলাকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, বাদ মরিস

বিশ্বকাপ সহ প্রতিটি বড় টুর্নামেন্টের নক আউট স্টেজ থেকে ফিরে আসার রীতি এবার পাল্টাতে চায় প্রোটিয়াসরা। তাই অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ব্যালেন্সড দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের চিফ অপারেটিং অফিসার থাবাং মোরোয়ে। দলে রয়েছেন ডেল স্টেইন, জেপি ডুমিনি, কাগিসো রাবাডা, ইমরান তাহির, ডেভিড মিলারের মতো একঝাঁক তারকাও।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপগামী দল : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাসিম আমলা, ডেল স্টেইন, জেপি ডুমিনি, কাগিসো রাবাডা, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যানরিচ নর্টজে, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যালডিল ফেহলুকওয়াও, রেইসি ভ্যান ডার ডুসেন।

অন্যদিকে, কেন উইলিয়ামসনকে অধিনায়ক করেই নিজেদের বিশ্বকাপের দল সাজিয়েছে নিউজিল্যান্ড। বছর পঁয়ত্রিশের রস টেলরের অন্তর্ভূক্তি ছাড়া দলে উল্লেখযোগ্য কোনো চমক নেই বললেই চলে।

নিউজিল্যান্ডের বিশ্বকাপগামী দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গুপটিল, হেনরি নিকোলাস, রস টেলর, টম লাথম, কলিন মুনরো, টম ব্লুনডেল, কলিন ডে গ্রান্ডহোম, মিচেল সান্টনের, জিমি নিসাম, ইন্দ্রবীর সিং সোধি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

English summary
Amla in, Morris out from South African World Cup squad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X