For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে অস্ট্রেলিয়ার সেরা দশ ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়ে ফেললেন স্টিভ স্মিথ

বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টের প্রথম দিন আরও একটি মাইলস্টোন স্টিভ স্মিথের। এদিন ব্যাটে অর্ধশতরান হাঁকিয়েছেন অজি দলের তারকা ব্যাটসম্যান।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টের প্রথম দিন আরও একটি মাইলস্টোন স্টিভ স্মিথের। এদিন ব্যাটে অর্ধশতরান হাঁকিয়েছেন অজি দলের তারকা ব্যাটসম্যান। এই রান হাঁকানোর সুবাদেই এদিন প্রাক্তন অজি কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের টেস্টে ৭১১০ রানের গণ্ডি পার করে যান স্মিথ। এই গণ্ডি পার করে অজিদের হয়ে টেস্টে সেরা দশ ক্রিকেটারের তালিকায় নাম লিখিয়ে ফেললেন স্মিথ। ৭২টি টেস্ট ম্যাচ খেলে এই মুহূর্তে স্মিথের রানসংখ্যা ৭১৩৯*। পাঁচ দিনের ফর্ম্যাটে স্মিথের সর্বোচ্চ স্কোর ২৩৯ রান।

টেস্টে অস্ট্রেলিয়ার সর্বাধিক রানের মালিক কে?

টেস্টে অস্ট্রেলিয়ার সর্বাধিক রানের মালিক কে?

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৩, ৩৭৮ রান হাঁকানোর কীর্তি রয়েছে রিকি পন্টিংয়ের। অজিদের প্রাক্তন এই অধিনায়ক ১৬৮টি টেস্ট ম্যাচ খেলেছেন।

একনজরে টেস্টে অজিদের সেরা দশ ক্রিকেটার

১) রিকি পন্টিং ( ১৩,৩৭৮ রান)

২) অ্যালন বর্ডার (১১,১৭৪ রান)

৩) স্টিভ ওয়া (১০,৯২৭ রান)

৪) মাইকেল ক্লার্ক (৮৬৪৩ রান)

৫) ম্যাথিউ হেডেন ( ৮৬২৫ রান)

৬)মার্ক ওয়া (৮০২৯রান)

৭)জাস্টিন ল্যাঙ্গার (৭৬৯৬রান)

৮) মার্ক টেলার (৭৫২৫ রান)

৯)ডেভিড বুন (৭৪২২রান)

১০) স্টিভ স্মিথ (৭১৪৩* রান)

টেস্টে সর্বাধিক রানের মালিক কে?

টেস্টে সর্বাধিক রানের মালিক কে?

২০০টি টেস্ট খেলে সর্বাধিক রানের মালিক ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টেস্ট কেরিয়ারে ১৫,৯২১ রান হাঁকিয়েছেন সচিন।

English summary
Aus vs Nz boxing day test: Steve Smith enters Australia's top 10 Test run-scorers
 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X