For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান: পিঙ্ক বল টেস্টে ওয়ার্নারের ইতিহাস

অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকালেন ওয়ার্নার

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ টেস্ট সিরিজে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে নিজের ডেরায় ফিরে পাকিস্তানের বিরুদ্ধে এবার স্বমহিয়ায় ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকালেন বাঁ-হাতি। প্রসঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে শতরানের পর এবার দ্বিতীয় টেস্টে দ্বিশতরান হাঁকারেন অজি ওপেনার।

মকর রাশির বৈশিষ্ট

মকর রাশির বৈশিষ্ট

এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত বাস্তববাদী। সাধরাণ স্বভাবের দিক থেকে এঁরা জেদি ও গম্ভীর স্বভাবের হন। এঁদের ইচ্ছাশক্তি ও কাজ করার ইচ্ছা প্রবল হয়ে থাকে। এঁরা অত্যন্ত উচ্চ অভিলাষী হয়ে থাকেন। তবে সময়ে সময়ে এঁরা উদাসীন হয়ে পড়েন।

গেলাপি বলের বিরুদ্ধে ওয়ার্নারের ইনিংস

ওভালে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দেড়শো রান হাঁকিয়েছিলেন(১৬৬ রানে নটআউট ছিলেন ওয়ার্নার)। সেই ফর্ম ধরে রেখেই দ্বিতীয় দিন আড়াইশো রানের গণ্ডি পার করলেন। দিন রাতের পিঙ্ক টেস্টের চা পান বিরতিতে যাওয়া পর্যন্ত ২৬১ রানে অপরাজিত রয়েছেন তিনি।

কর্ম

কর্ম

এঁদের কর্মক্ষেত্রে সাফল্য আসতে বাধ্য। কারণ কোনও কাজ নিয়ে এঁরা বেশ জেদি হয়ে থাকেন। যেকোনও ক্ষেত্রে এঁরা জেদের বশবর্তী হয়ে সফল হয়ে থাকেন। তবে জেদের দ্বারাই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।

ছক্কা নেই, বাউন্ডারিতেই সাজানো মেগা ইনিংস

প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে এটাই ওয়ার্নারে কেরিয়ার সেরা রান। ৩৪৯ বল ক্রিজে থেকে ৩১ টি বাউন্ডারিতে ইনিংস সাাজিয়েছেন ওয়ার্নার। এই ইনিংসে এখনও পর্যন্ত তার ব্যাটে কোনও ছয় আসেনি। ওয়ার্নারের কেরিয়ারে এটি দ্বিতীয় দ্বিশতরান। শেষ পর্যন্ত তিনশো রানের গণ্ডি টপকে একটি ছক্কা হাঁকান ওয়ার্নার।

প্রেম

প্রেম

অনেক ক্ষেত্রেই নিজের ক্রাশকে পেতে ব্যর্থ হন এঁরা । ফলে পরবর্তীকালের প্রেমগুলিতে একটা ব্যর্থ প্রেমের সম্ভবনা থাকে এঁদের ক্ষেত্রে। তবে সঙ্গী যদি এঁদের আপন করে নেন, তাহলে সেই সমস্যা কাটানো যায় সহজেই।

কেরিয়ারের সেরা রান

এর আগে পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ ২৫৩ রান হাঁকিয়েছিলেন। সেই রেকর্ড টপকে এদিন কেরিয়ার সেরা ২৬১ রান হাঁকিয়ে দ্বিতীয় দিনের চা পান বিরতিতে অপরাজিত রয়েছেন ওয়ার্নার।

লাবুশানের ব্যাটিং

ওয়ার্নারকে যোগ্য সংগত দিয়েছেন মার্নাস লাবুশানে। ২৩৮ বল খেলে ২২টি বাউন্ডারির সাহায্যে ১৬২ রানের ইনিংস খেলেন লাবুশানে।

রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

ওভালে পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনের চা পান বিরতি পর্যন্ত ওয়ার্নারের অপরাজিত ২৬১ রানে ভর করে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৪৭৫ রান তুলেছে।

দ্বিতীয় উইকেটে ৩৬১ রানের পার্টনারশিপ

ম্যাচে দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-লাবুশানে জুটি ৩৬১ রানের পার্টনারশিপ গড়েন। স্কোরবার্ডে ৮ রানের মাথায় জো বার্নস আউট হয়েছিলেন। এরপর স্কোরাবার্ডে ৩৬৯রানের মাথায় লাবুশানে আউট হন।

শেষ পর্যন্ত ৩৩৫ রানে অপরাজিত থেকে এদিন মাঠ ছাড়েন ওয়ার্নার। অজিদের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। এদিন ব্র্যাডম্যান ও মার্ক টেলরের ৩৩৪ রান টপকে গিয়ে এই কীর্তি করলেন। অজিদের হয়ে টেস্টে সর্বোচ্চ ৩৮০ রান হাঁকানোর কীর্তি রয়েছে ম্যাথু হেডেনের।

English summary
Aus vs Pak: david warner hits 261* runs, his 2nd double hundred in test, highest runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X