For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান: নাসিম শাহের প্রথম উইকেট,লাবুশানের শতরান, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া


 আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম উইকেট পেলেন পাকিস্তানের ১৬ বছরের কিশোর পেসার নাসিম শাহ।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম উইকেট পেলেন পাকিস্তানের ১৬ বছরের কিশোর পেসার নাসিম শাহ। ব্রিসবেনে ম্যাচে প্রথমবার বল করতে এসে ওভারে ছয় ডেলিভারিতেই ১৪০ প্লাস গতি ধরে রেখেছিলেন। এছাড়া প্রস্তুতি ম্যাচে অজিদের বাউন্সারের আঘাতে নাচিয়ে ছেড়়েছিলেন নাসিম। এবার অভিষেক ম্যাচে প্রথম উইকেট শিকার করলেন শাহ।

ওয়ার্নারকে দারুণ বাউন্সারে আউট করে শিকারের খাতা খুললেন

ওয়ার্নারকে দারুণ বাউন্সারে আউট করে শিকারের খাতা খুললেন নাসিম। ম্যাচের দ্বিতীয় দিনে দারুণ ছন্দে থেকে ওয়ার্নার দেড়শো রান সম্পূর্ণ করে। তৃতীয় দিন এরপর দুর্দান্ত বাউন্সারে ওয়ার্নাকে বেকায়দায় ফেলে উইকেট নেন শাহ। মাথা বাঁচাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংস শাহ এই একটি উইকেটই পেয়েছেন।

রানের পাহাড় অস্ট্রেলিয়া

পাকিস্তানের প্রথম ইনিংসের ২৪০ রান তাড়া করতে নেমে ৫৮০ রানের পাহাড় তুলে অলআউট অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৫৪ করে আউট হন। বাকিদের মধ্য মার্নাস লাবুশানে কেয়িরারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন। ডানহাতি ব্যাটসম্যান ১৮৫ রানে আউট হন। ইনিংস সাজানো ২০টি চার দিয়ে। স্মিথ ৪ রান করে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে ম্যাথু ওয়েড ৬০ রান জোড়েন।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান

জবাবে দ্বিতীয় ইনিংসে ৬৪ রান তুলে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার থেকে পাক দল এখনও ২৭৬ রানে পিছিয়ে রয়েছে।

English summary
aus vs pak: marnus labuschagne's 185, naseem shah takes his 1st wicket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X