For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেলবোর্নে ফয়সালার ম্যাচ - ডাবল' ইতিহাসের সামনে বিরাটরা, খরা কাটানোই চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ভারত ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচের প্রিভিউ। এছাড়া, জেনে নিন কখন এবং কোথায় ম্যাচ দেখা যাবে, সম্ভাব্য প্রথম একাদশ এবং আরও অনেক কিছু।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার (১৭ জানুয়ারি) এমসিজিতে ভারতের অস্ট্রেলিয়া সফরের শেষ দিন। একদিনের ম্যাচের সিরিজের ফয়সালার ম্য়াচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সিডনিতে পরাজয়ের পর অ্যাডিলেডে সিরিজে সমতা ফিরিয়ে আপাতত স্বস্তিতে ভারতীয় শিবির। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট ও একদিনের সিরিজে ঐতিহাসিক 'ডাবল' করার দারুণ সুযোগ রয়েছে ভারতের সামনে।

অপরদিকে ২০১৮ সালের জানুয়ারিতে পাকিস্তানকে হারানোর পর থেকে একদিনের সিরিজ জয় অধরাই থেকে গিয়েছে অস্ট্রেলিয়ার। সেই খরা কাটানোর সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার সামনেও। অ্যাডিলেডে জয়ের বিষয়ে শক্তিশালী জায়গায় থেকে শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের। ফলে স্বাভাবিকভাবেই হতাশা এসেছে অজি শিবিরে। তারপরেও সেই ম্যাচ থেকে বেশ কিছু ইতিবাচক দিক নিয়েই এমসিজিতে নামবে অ্যারন ফিঞ্চের দল।

প্যারাসেইলিংয়ের প্রস্তুতি

প্যারাসেইলিংয়ের প্রস্তুতি

এই ছবিটির নিচে শিল্পা ক্যাপশনে লিখেছেন, "বার্থ ডে বয় ও আমি এই প্রথম প্যারাসেইলিংয়ে যাচ্ছি। তাও আবার একসঙ্গে।"

ভারতীয় দলের ব্য়াটিং

ভারতীয় দলের ব্য়াটিং

পর পর দুটি ম্যাচে অর্ধশতরান করে ছন্দে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে নিয়ে চিন্তার মেঘ অনেকটাই কেটে গিয়েছে। অ্যাডিলেডে বিরাট কোহলিও ১১২ বলে ১০৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন। তবে এখনও অবধি ক্যাঙ্গারুর দেশে একদিনের সিরিজে 'মেন ইন ব্লু'-র ব্যাটিং-কে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্য়াচে দুরন্ত ১৩২৩ রানের পর দ্বিতীয ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ৪৩ রান করেছেন।

তবে সমস্যা রয়ে গিয়েছে দুজনকে নিয়ে - শিখর ধাওয়ান ও আম্বাতি রায়ডু। ধাওয়ান অ্যাডিলেডে দারুণ শুরু করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। উইকেট ছুঁড়ে দেওয়ার রোগ এখনও কাটেনি তাঁর। আর রায়ডু বিশ্বকাপের মাত্র মাস পাঁচেক আগে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছেন ভারতীয় শিবিরকে। উপমহাদেশের বাইরে এসে এখনও পর্যন্ত থিতু হতে পারেনি তিনি।

মাঝ আকাশে

মাঝ আকাশে

প্যারাসেইলিংয়ের সময়ে মাঝ আকাশে স্বামী রাজ ও ছেলে ভিয়ানকে নিয়ে শিল্পা।

অস্ট্রেলিয়া দলের ব্য়াটিং

অস্ট্রেলিয়া দলের ব্য়াটিং

এই অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কতটা শন মার্শ নির্ভরশীল - অ্যাডিলেডেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। সিডনিতে ৫৪ রানের পর দ্বিতীয় ম্য়াচে তিনি ১৩১ রানের চমৎকার ইনিংস খেলে দলকে বড় রানের ইনিংসে পৌঁছে দিয়েছিলেন। অ্যাডিলেডে রানে ফিরেছেন ম্যাক্সওয়েলও। রানের মধ্য়ে আছেন পিটার হ্যান্ডকম্ব ও স্টইনিসও।

অজি শিহির অবশ্য তাকিয়ে আছে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্য়াটের দিকে। টপ অর্ডারে তাঁর ব্য়াট চললে কিন্তু তিনি ম্যাচে বড় প্রভাব ফেলতে পারেন। দল চাইছে একটা মারকাটারি শুরুতে তিনি দলের ইনিংসের ভিতটা গড়ে দিন।

রেস্তরাঁয় একসঙ্গে দম্পতি

রেস্তরাঁয় একসঙ্গে দম্পতি

মালদ্বীপের সবচেয়ে বড় লবস্টার বার্গার পাতে পড়েছে। এমনটাই বলে এই ছবিটি স্যোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন শিল্পা।

ভারতীয় দলের বোলিং

ভারতীয় দলের বোলিং

বুমরার অনুপস্থিতিতে একদিনের ম্য়াচে দারুণভাবে ছন্দে রয়েছেন মহম্মদ শামি। অ্যাডিলেডে ৩ উইকেট নেওয়ার পর আপাতত তিনি ৫৪ ওডিআই-তে তাঁর উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৯৭। ৩ উইকেট নিলেই তিনি ওডিআই-তে ভারতীয় বোলার হিসেবে সবার আগে ১০০ উইকেটে পৌঁছবেন। অ্যাডিলেডে ছন্দে ফিরেছেন ভুবনেশ্বর কুমারও। অ্য়াডিলেডে কুলদীপ যাদবের দিনটা ভাল না গেলেও পর পর দুটো ম্যাচে তিনি নিষ্প্রভ থেকেছেন, এমনটা এখনও হয়নি।

তবে, ভারতের চিন্তা রয়েছে তৃতীয় পেসার নিয়ে। খলিল আহমেদ বা মহম্মদ সিরাজ, কেউই এই ভূমিকায় প্রভাবিত করতে পারেননি। এই পরিস্থিতিতে তৃতীয় ম্য়াচে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার বিজয় শঙ্কর।

নাইট আউটিং

নাইট আউটিং

এই ছবিটির ক্যাপশনে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শিল্পা।

অস্ট্রেলিয়া দলের বোলিং

অস্ট্রেলিয়া দলের বোলিং

এই সিরিজে অস্ট্রেলিয়ার সফলতম বোলার ঝাই রিচার্ডসন। ২ ম্যাচে ৫ উইকেট দখলই করেননি ঝাই, ভারতীয় ব্য়াটসম্য়ানরা তাঁকে খেলতে বেশ সমস্যায় পড়েছেন। তৃতীয় ম্যাচেও অজি বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনিই। তাঁর পাশাপাশি স্টইনিস ও বেহেরনডর্ফও বেশ ভাল বল করেছেন। আরও একবার এই তিনজনের উপরই দায়িত্ব থাকবে ভারতের প্রথম তিন ব্য়াটসম্য়ানকে নির্বিষ করার। কারণ, অস্ট্রেলিয়া মনে করে তা করতে পারলেই অর্ধেক কাজ সাড়া হয়ে যাবে।

সমুদ্রে মাছ ধরা

সমুদ্রে মাছ ধরা

মালদ্বীপের সমুদ্রে ঘুরে এভাবেই একেরপর এক মাছ ধরেছেন শিল্পা। তারপরে তা ফের জলে ছেড়েও দিয়েছেন।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, আম্বাতি রায়ডু / কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও বিজয় শঙ্কর।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লিয়ন, পিটার সিডল, ঝাই রিচার্ডসন এবং জেসন বেহ্রেনডর্ফ।

সমুদ্রে হুল্লোড়

সমুদ্রে হুল্লোড়

মালদ্বীপের সমুদ্রতটগুলি অত্যন্ত আকর্ষণীয়। রাজকে জন্মদিনের সারপ্রাইজ দিতে মালদ্বীপ ভ্রমণ তাই একেবারে সুপারহিট।

কখন, কোথায় দেখা যাবে

কখন, কোথায় দেখা যাবে

অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় একদিনের ম্য়াচ
তারিখ - ১৮ জানুয়ারি, শুক্রবার
সময় - ভারতীয় সময় সকাল ৭.৫০
টিভি চ্য়ানেল - সোনি স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - সোনিলাইভ.কম

সাবমেরিন রাইড

সাবমেরিন রাইড

ছুটি কাটাতে গিয়ে সাবমেরিনে চড়ে জলের নিচের জগতকেও চাক্ষুস করেছেন এই তারকা দম্পতি।

রাজের জন্মদিনের কেক

রাজের জন্মদিনের কেক

রাজের জন্মদিন উপলক্ষে মালদ্বীপে যেহেতু যাওয়া হয়েছিল, তাই জন্মদিনের সেলিব্রেশনও হয়েছে একেবারে জমিয়ে।

English summary
Preview of the 3rd match of the ODI series between Australia vs India at Melbourne. Also, find out when and where to watch the match, possible XI and more.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X