For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া, অ্যাডিলেড টেস্ট: ম্যাচ ঝুঁকে পড়ল ভারতের দিকে, শেষ দিনে জিততে চাই ৬ উইকেট

অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রতিবেদন।

Google Oneindia Bengali News

তৃতীয় দিনের শেষেই অ্যাডিলেড টেস্ট ঝুঁকে ছিল ভারতের দিকে। চতুর্থ দিনে ম্যাচ প্রায় মুঠোর মধ্যে এনে ফেলল ভারত। এদিন ভারত পুজারা ও রাহানের ব্যাটিং দাপটে ৩০৭ রানে শেষ করে দ্বিতীয় ইনিংস। ফলে সব মিলিয়ে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৩। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১০৪ রান করে ধুঁকছে।

ভারত বনাম অস্ট্রেলিয়া, অ্যাডিলেড টেস্ট: ম্য়াচ ঝুঁকে পড়ল ভারতের দিকে, শেষ দিনে জিততে চাই ৬ উইকেট

প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অ্যারন ফিঞ্চ (১১), হ্যারিস (২৬), খোয়াজা (৮) ও হ্যান্ডসকম্ব (১৪)। ভাঙনের মুখে একমাত্র রুখে দাঁড়িয়েছেন শন মার্শ (৩১*)। তাঁর সঙ্গে ক্রিজে আছেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নায়ক ট্রাভিস হেড (১১)। তবে এখনও ভারতের থেকে ২১৯ রানে পিছিয়ে ভারত। হাতে রয়েছে মাত্র ৬ উইকেট। কাজেই এখান থেকে জেতা তো দূরের কথা অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচ বাঁচানোও প্রায় অসম্ভব ব্যাপার।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সামগ্রিকভাবে দারুণ বল করলেন ভারতীয় বোলাররা। ১২ ওভারের মাথায় ফিঞ্চকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত তিনি ১৯ ওভারে হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে ২ উিকেট তুলে নিয়েছেন। তাঁর দ্বিতীয় শিকার খোয়াজা।

বাকি দুটি উইকেট নিয়েছএন মহম্মদ শামি। ৯ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি। ইশষান্ত ও বুমরা এখনও উইকেট না পেলেও রান আটকে রেখে অজি ব্যাটসম্য়ানদের বোতল বন্দি করেছেন অন্য প্রান্ত থেকে।

তার আগে ফের একবার ভারতের ইনিংসকে টানলেন পুজারা। তৃতীয় দিনের শেষ বেলায় আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। পুজারার সঙ্গে অপরাজিত ছিলেন রাহানে। এদিন এই দুই ব্য়াটসম্যান প্রথম সেশনে জুটিতে হতাশা বাড়ালেন অস্ট্রেলিয়ার। অ্যাডিলেডে প্রথম তিনদিনে দেখা গিয়েছে প্রথম সেশনে খেলতে অসুবিধায় পড়েছেন ব্য়াটসম্য়ানরা।

চতুর্থদিন সকালে কিন্তু পুজারা ও রাহানে অস্ট্রেলিয় বোলিং আক্রমণকে একেবারে সাধারণ স্তরে নামিয়ে আনেন। দুজনে মিলে জুটিতে ৮৭ রান যোগ করে অস্ট্রেলিয়ার ম্য়াচে ফেরার রাস্তাটা দুর্গম করে দেন। প্রথম ইনিংসে চমৎকার শতরানের পর দ্বিতীয় ইনিংসে পুজারা করলেন ৭১। আর রাহানে করলেন ৭০।

তবে এই দুজন ছাড়া ভারতের ইনিংসে বাকিরা কেউ সেভাবে প্রভাব ফেলতে পারলেন না। সিলি পয়েন্টে ফিল্ডার আনার পরই চেতেশ্বর পুজারাকে তুলে নিয়েছিলেন নাথান লিয়ন। একই ভাবে তিনি আউট করেন রোহিত শর্মাকে। দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান মাত্র ১। এরপর পন্থ এসে ব্য়াট চালিয়ে ১৬ বলে ২৮ রান করে লিয়নের বলেই ডিপ মিডউইকেটে ধরা পড়েন।

সিরিজ শুরুর আগে ভারতের টেল এন্ডারদের রান করার বিষয়ে জোর দেওয়া হয়েছিল। এদিন কিন্তু অশ্বিন (৫) ছাড়া বাকি তিন টেলএন্ডার ০ রানেই আউট হন। ভারত এই ম্যাচে যদি শেষ পর্যন্ত জয়ও পায় এই দিকটা নিযে কিন্তু ভারতকে সতর্ক হতেই হবে। একদিকে অস্ট্রেলিয় টেল এন্ডাররা প্রথম ইনিংসে যোগ করলেন ৪৯ রান! আর সেখানে ভারতীয়দের সংগ্রহ ৫। ইংল্যান্ড সফরের রোগ কিন্তু এখনও যায়নি।

English summary
Report of the day 4 of Australia vs India first test at Adelaide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X