For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থ টেস্ট: তৃতীয় দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া, প্রত্য়াবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা

পার্থ টেস্টের তৃতীয় দিনে ভারতের থেকে অনেকটাই এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 

Google Oneindia Bengali News

পার্থ টেস্টের তৃতীয় দিন সারা দিন ধরে সাপের ফনার মতো দুলল ম্য়াচ। চা বিরতির পর দ্রুত তিন উইকেট তুলে বোলাররা ভারতকে ম্য়াচে ফেরালেও দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে। প্রথম ইনিংসের ৪৩ রানের লিড মিলিয়ে তারা এই মুহূর্তে ভারতের থেকে ১৭৫ রানে এগিয়ে। অপরাজিত আছেন উসমান খোয়াজা (৪১) ও টিম পেইন (৮)।

পার্থ টেস্টে এগিয়ে অস্ট্রেলিয়া, প্রত্য়াবর্তন বোলারদের হাতে

স্কোরকার্ড দেখে আন্দাজ না পাওয়া গেলেো অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর কয়েক ওভার কিন্তু একেবারে আগুনে বোলিং করেছিলেন ভারতীয় পেসাররা। বুমরার বল একবার আছড়ে পড়ে হ্য়ারিসের হেলমেটে। কিন্তু তাদের ভাল বোলিং-এর পুরস্কার হিসেবে কোনও উইকেট আসেনি। ইশান্ত শর্মার বলে দুই ওপেনারের ক্যাচই পড়ে। দুই ক্ষেত্রকেই দায়ী উইকেটরক্ষক ঋষভ পন্থ।

ধীরে ধীরে হাত খুলছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু চা বিরতির ঠিক আগেই ৩০ বলে ২৫ রান করে, শামির বলে তিনি হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান ভারতীয় বোলাররা। বুমরার বলে বোকা বনেন হ্যারিস (২০), শামির বলে উইকেটের পিছনে ধরা পড়েন মার্শ (৫), আর ইশান্তের বলে এলবিডব্লু হন হ্যান্ডসকম্ব (১৩)।

বুমরার একটি লেন্থ বল বাইরে যাচ্ছে ভেবে ছেড়ে দিয়েছিলেন হ্য়ারিস। কিন্তু বল তাঁর অফস্টাম্পের বেল উড়িয়ে দেয়। আর মার্শ শামির একটি বল পুল করতে গিয়ে ব্যর্থ হন। অপর দিকে হ্যান্ডসকম্ব প্রথম থেকেই প্রায় সব বলই পিছনের পায়ে খেলছিলেন। এরই সুযোগে ইশান্তের একটি ভিতরে ঢুকে আসা বলে পরাস্ত হন তিনি।

এরপর দিনের খেলা শেষ হওয়ার ৮ ওভার আগে একটি খারাপ শট খেলে আউট হন, এখনও অবধি এই সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে ধারাবাহিক ব্য়াটসম্যান ট্রাভিস হেড (১৯)। এদিন খুবই ভাল বল করেছেন শামি। তবে হেডের উইকেট আসে অপেক্ষাকৃত একটি খারাপ বলে। শর্ট বলে চালাতে গিয়ে ডিপ মিডউইকেটে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েন হেড।

তবে অপর দিকে লক্ষ্যে অবিচল রয়েছেন উসমান খোয়াজা (৪১*)। ফিঞ্চ চোট পাওয়ার পর মাঠে নেমেছিলেন তিনি। তারপর থেকে তিনিই অস্ট্রেলিয়া ইনিংসকে টানছেন। সোমবার সকালে অত্যন্ত দ্রুত অস্ট্রেলিয়ার হাকি ৬টি উইকেট ফেলতে না পারলে কিন্তু ম্য়াচের চালকের আসনে বসে পড়বে অস্ট্রেলিয়া।

তার আগে দিনের প্রথম দেড় সেশনে দ্বিতীয় দিনের ৩ উইকেটে ১৭২ রানের থেকে বেশি দূর এগোতে পারেনি ভারত। ১১০ রানেই শেষ ৭ উইকেটের পতন হয়। আগের দিনের ৫১ রানেই আউট হন রাহানে। হনুমা বিহারী (২৯)-ও বেশিক্ষণ টিকতে পারেননি।

তবে ২৫তম টেস্ট শতরান করে ভারতকে টানছিলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত কামিন্সের বলে ১২৩ রান করে তিনি দ্বিতীয় স্লিপে পিটার হ্যান্ডকম্বের হাতে ধরা পড়েন। তবে তাঁর আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে।

এরপর ভারতের শেষ চার ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দেন অজি অফ স্পিনার নাতান লিয়ন। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর পার্থের প্রথম ইনিংসেই তিনি ৬৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন। এদিন পন্থ (৩৬) কিছুটা দায়িত্বশীল ব্যাটিং করলেও, শামি (০), ইশান্ত (১), উমেশ (৪*), বুমরা (৪)-র মিলিত অবদান মাত্র ৯!

English summary
Australia has gone way ahead of India on the third day of the Perth Test. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X