For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল অভিষেকেই বিভীষিকা! তা সত্ত্বেও রেকর্ড গড়লেন বাংলার প্রয়াস

আইপিএল ২০১৯-এর ১১তম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি- হয়ে খেলতে নেমে বাঙালি স্পিনার প্রয়াস রায় বর্মন আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া খেলোয়াড় হলেন।

Google Oneindia Bengali News

আইপিএল ২০১৯-এ বাংলা থেকে খেলছেন সাকুল্যে চার বাংলার ক্রিকেটার। ইতিমধ্যে কিংস ইলেভেনের হয়ে এই মরসুমে খেলা হয়ে গিয়েছে মহম্মদ শামির। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচে দুই দলে ছিলেন বাকি তিন বাঙলার ক্রিকেটার - ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী (এসআরএইচ) ও প্রয়াস রায় বর্মন (আরসিবি)। ঋদ্ধিমান ও শ্রীবৎসের সামনে খেলার সুযোগ না হলেও বাংলার তরুণ স্পিনারের উপর ভরসা রাখলেন কোহলি।

আইপিএল-এ অভিষেক বাংলার প্রয়াসের

এদিন সানরাইজার্সে ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার জন্য আরসিবি অধিনায়ক বিরাট কোহলি নবদ্বীপ সাইনির বদলে প্রথম একাদশে নিলেন তরুণ বাংলার স্পিনার প্রয়াস রায় বর্মন-কে। মাত্র ১৬ বছর ১৫৭ দিন বয়সে আইপিএল-এ অভিষেক হল তাঁর। ফলে সবচেয়ে কম বয়সে আইপিএল অভিষেক হওয়ার রেকর্ড করলেন প্রয়াস।

তবে আইপিএল অভিষেকটা মোটেই স্মরণীয় হল না প্রয়াসের। তাঁর দুর্ভাগ্য এদিন যখন বেয়ারস্টো-ওয়ার্নারের সংহারক মেজাজের তুঙ্গে ছিলেন, তখনই বল করতে ডাকা হয়েছিল প্রয়াসকে। প্রথম ওভারে মাত্র ৬ রান দেন। কিন্তু শেষ পর্যন্ত বিনা উইকেটে ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন এই তরুণ স্পিনার-অলরাউন্ডার। মার খেলেও তাঁর ইতিবাচক মানসিকতার জন্য বিশেষজ্ঞদের প্রশংসা পেয়েছেন।

এদিন আট নম্বরে ব্যাট করারও সুযোগ পান তিনি। ২টি চারের সাহায্য়ে ২৪ বলে ১৯ রান করেন তিনি।

এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল-এ সবচেয়ে কম বয়সে অভিষেক করা প্রথম পাঁচ ক্রিকেটারকে -

প্রয়াস রায় বর্মন - ১৬ বছর ১৫৭ দিন
মুজিব-উর-রহমান - ১৭ বছর ১১ দিন
সরফরাজ খান - ১৭ বছর ১৭৭ দিন
প্রদীপ সাঙ্গওয়ান - ১৭ বছর ১৭৯ দিন
ওয়াশিংটন সুন্দর - ১৭ বছর ১৯৯ দিন

English summary
Bengal spinner Prayas Ray Barman, who is playing for RCB against SRH in IPL 2019 match 11, have became the youngest debutants in IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X