For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্রিটেনে জঙ্গি হামলা, বিবৃতিতে যা জানায় আইসিসি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে লন্ডনে জঙ্গি হামলার ঘটনায় ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। এই হামলার পর আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ও সুরক্ষা সবার আগে প্রয়োজন।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে লন্ডনে জঙ্গি হামলার ঘটনায় ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। ১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এই ঘটনায় টুর্নামেন্টের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে যা ক্রিকেটপ্রেমীদের কাছে খুব একটা আশাব্যঞ্জক নয়।

তবে এই হামলার পর টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, নিরাপত্তা ও সুরক্ষা সবার আগে প্রয়োজন। এবং এই বিষয়টিকেই সবার আগে রাখা হচ্ছে।

ব্রিটেনে জঙ্গি হামলা নিয়ে বিবৃতিতে যা জানাল আইসিসি

ম্যাঞ্চেস্টারে এই জঙ্গি হামলা হয়েছে আমেরিকান পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট চলাকালীন। এর আত্মঘাতী জঙ্গি ম্যাঞ্চেস্টার এরিনায় ঢুকে নিজেকে উড়িয়ে দেয়। ফলে এতজনের প্রাণহানি ঘটেছে।

এই হামলার প্রেক্ষিতে আইসিসি যে বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে, ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত নিরাপত্তাজনিত আয়োজন খতিয়ে দেখা হয়।

প্রসঙ্গত, ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত আটটি দেশকে নিয়ে ৫০ ওভারের খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ইংল্যান্ডে। তারপরই ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করার কথা রয়েছে ইংল্যান্ডে।

English summary
Champions Trophy: ICC issues statement on security after Manchester terror attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X