For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি, বিরাট, রোহিত - তিন অধিনায়কের আলাদা আলাদা ধরণ, খোলসা করলেন দীনেশ কার্তিক

এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বের ধরনের পার্থক্য ব্যাখ্যা করলেন দীনেশ কার্তিক।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলে এই মুহূর্তে অন্তত তিনজন দারুণ নেতা রয়েছেন - এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অবশ্যই সরকারিভাবে ক্রিকেটের তিন সংস্করণের ভারতীয় দলের নেতাই বিরাট। কিন্তু বিসিসিআই খেলার ধকল কমানোর জন্য সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোয় মাঝে মাঝেই নেতৃত্বের ভার বর্তায় রোহিতের উপর। আর ধোনি তো নেতৃত্ব ছাড়ার পরেও দলের বেসরকারি নেতা।

এই তিনজনের মধ্যে সেরা কে? এই প্রশ্নটা করা মুর্খামি। কারণ তিন জনেই তাঁদের নিজেদের নেতৃত্বের ধরণে অনন্য। কাজেই তাদের মধ্যে তুলনাটা চলে না। ভারতীয় দলে এই তিন নেতার অধীনেই খেলেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তিন জনের নেতৃত্বই খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদপত্রে তিনি ব্যাখ্যা করেছেন, এই তিন নেতার নেতৃত্বের ধরণ কোথায় আলাদা হয়ে যায়।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

বেশ কয়েক বছর হয়ে গেল ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পাকাপাকি ভাবে এমএস তুলে দিয়েছেন উত্তরসুরি বিরাট কোহলির হাতে। কিন্তু এখনও সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অলিখিত নেতা তিনিই বলা যায়। উইকেটের পিছনে থেকে বোলার-দের সঙ্গে প্রতিপক্ষ ব্যাটসম্যান বধের পরিকল্পনা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বিরাচের পরামর্শদাতার ভূমিকাতে তাঁকে দেখা যায়। আসলে কার্তিকের মতে নেতৃত্ব দেওয়াটা ধোনির স্বভাবজাত। তাঁর কোনও ধরাবাধা পরিকল্পা থাকে না। মাঠে পরিস্থিতি অনুযায়ি বহু সিদ্ধান্ত নেন তিনি।

বিরাট কোহলি

বিরাট কোহলি

ব্যাটসম্যান বিরাটকে কোনও প্রশ্ন না উঠলেও মাঝে মাঝে নেতা বিরাটকে সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি শেন ওয়ার্নও বিরাটের নেতৃত্বের টেকনিকাল দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। নেতা বিরাট সম্পর্কে কার্তিকে অভিমত, তিনি অত্যন্ত আগ্রাসী। সবসময়ই বিরোধী শিবিরে লড়াইটা পৌঁছে দিতে চান। দারুণ আত্মবিশ্বাসী এবং ক্রমাগত ব্যাটসম্যান ও অধইনায়ক হিসেবে নিজের মানদন্ডটা বাড়িয়ে চলেন।

রোহিত শর্মা

রোহিত শর্মা

বিরাচের পরিবর্তে যখন যখনই রোহিত শর্মাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দারুণভাবে তা পালন করেছেন। এমনকি নেতৃত্বের টেকনিকাল দিক থেকে তিনি বিরাটের থেকে এগিয়ে এইরকম দাবিও কেউ কেউ করে থাকেন। রোহিত সম্পর্কে কার্তিক জানিয়েছেন, তিনি হোমওয়ার্ক করে, পরিকল্মনা সাজিয়ে মাঠে নামেন। সবসময় দলের বোলারদের সঙ্গে কথা বলেন, তাদের উৎসাহিত করেন। এমনকী ব্যাটিং-এর সময়ও তাঁকে অপর প্রান্তের ব্যাটসম্যানদের চাপ হাল্কা করার চেষ্টা করে যান। অধিনায়ক হিসেবে তাঁকে অত্যন্ত গোছানো বলে মনে করেন কার্তিক।

দীনেশের ভবিষ্যত

দীনেশের ভবিষ্যত

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে দীনেশের জায়গা পাকা। কিন্তু বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে অদজিদের বিরুদ্ধে সিরিজে আরও একবার ভাল পারফর্ম করতে হবে তাঁকে।

English summary
Dinesh Karthik has explained the difference in captaincy styles of MS Dhoni, Virat Kohli and Rohit Sharma.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X