For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বিশ্বের সেরা ১০ 'মার্কেটেবল স্টার'-এর একজন ধোনি, দেখে নিন কাকে পিছনে ফেললেন 'ক্যাপ্টেন কুল'

  • |
Google Oneindia Bengali News

লন্ডন, ২৫ জুলাই : ক্রিকেটবিশ্বে আবির্ভাবের পর থেকেই একেরপর এক নয়া রেকর্ড করেছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসাবে সবকটি শৃঙ্গই জয় করা হয়ে গিয়েছে তাঁর। আর সেসবের সঙ্গে খ্যাতি, অর্থ, যশ সবই করায়ত্ত করেছেন তিনি। [বিশ্বের সেরা ধনী খেলোয়াড়দের তালিকা]

কিছুদিন আগে ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ক্রিকেট খেলোয়াড় হিসাবে প্রথম ত্রিশে জায়গা করে নেন তিনি।

এবার আরও একটা পালক যোগ হল মহেন্দ্র সিং ধোনির মুকুটে। 'লন্ডন স্কুল অব মার্কেটিং'-এর বিচারে বিশ্বের সবচেয়ে 'মার্কেটেবল স্টার'-দের একজন হলেন তিনি। এই তালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছেন ধোনি। শুধু তাই নয়, ফুটবল সুপারস্টার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্দো ও দৌড়বিদ উসেইন বোল্টের মতো নামজাদাদের পিছনে ফেলেছেন তিনি। আসুন নিচের স্লাইডে দেখে নিন, গোটা তালিকা।

রজায় ফেডেরার (টেনিস)

রজায় ফেডেরার (টেনিস)

এই তালিকায় প্রথম স্থান টেনিস ইতিহাসে ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ী কিংবদন্তি রজার ফেডেরার।

টাইগার উডস (গলফ)

টাইগার উডস (গলফ)

কেরিয়ারের পড়ন্ত সময়েও এখনও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন টাইগার।

ফিল মাইকেলসন (গলফ)

ফিল মাইকেলসন (গলফ)

গলফ সম্রাট টাইগার উডসের পরেই রয়েছেন ফিল।

লেব্রন জেমস (বাস্কেটবল)

লেব্রন জেমস (বাস্কেটবল)

বাস্কেটবল জগতের অন্যতম সেরা খেলোয়াড় লেব্রন জেমস রয়েছেন চতুর্থ স্থানে।

কেভিন দ্যুঁর (বাস্কেটবল)

কেভিন দ্যুঁর (বাস্কেটবল)

মার্কিন খেলোয়াড় কেভিন বাস্কেটবল জগতে যথেষ্ট নামজাদা, রয়েছেন পঞ্চম স্থানে।

রোরি ম্যাকিলরয় (গলফ)

রোরি ম্যাকিলরয় (গলফ)

গলফ দুনিয়ার আর এক পরিচিত মুখ ম্যাকিলরয় রয়েছেন ষষ্ঠ স্থানে।

নোভাক জকোভিচ (টেনিস)

নোভাক জকোভিচ (টেনিস)

সদ্য উইম্বল্ডন জেতা জোকার রয়েছেন সপ্তম স্থানে।

রাফায়েল নাদাল (টেনিস)

রাফায়েল নাদাল (টেনিস)

রাফাও জায়গা করে নিয়েছেন প্রথম দশে।

মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট)

মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট)

ফোর্বসের ধনী খেলোয়াড়ের তালিকায় ধোনি ছিলেন ২৩ তম স্থানে। আর এই তালিকায় তিনি রয়েছেন নবম স্থানে।

ক্রিশ্চিয়ানো রোনাল্দো (ফুটবল)

ক্রিশ্চিয়ানো রোনাল্দো (ফুটবল)

পর্তুগালের এই কিংবদন্তি খেলোয়াড় দশম স্থানে জায়গা পেয়েছেন।

কোবে ব্রায়ান্ট (বাস্কেটবল)

কোবে ব্রায়ান্ট (বাস্কেটবল)

মার্কিন এই বাস্কেটবল খেলোয়াড় রয়েছেন এগারোতম স্থানে।

মারিয়া শারাপোভা (টেনিস)

মারিয়া শারাপোভা (টেনিস)

টেনিস সুন্দরী মাশা রয়েছেন ১২-তম স্থানে।

লিওনেল মেসি (ফুটবল)

লিওনেল মেসি (ফুটবল)

ফুটবল সুপারস্টার মেসি রয়েছেন ত্রয়োদশ স্থানে।

উসেইন বোল্ট (দৌড়)

উসেইন বোল্ট (দৌড়)

'বিদ্যুৎ বোল্ট' রয়েছেন লিও মেসির পরে চতুর্দশ স্থানে।

নেইমার (ফুটবল)

নেইমার (ফুটবল)

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র রয়েছেন পঞ্চদশ স্থানে।

অ্যান্ডি মারে (টেনিস)

অ্যান্ডি মারে (টেনিস)

ব্রিটিশ টেনিস তারকা মারে রয়েছেন ১৬ নম্বরে।

কেই নিশিকোরি (টেনিস)

কেই নিশিকোরি (টেনিস)

জাপানি টেনিস তারকা নিশিকোরির স্থান সপ্তদশ।

ডেরিক রোজ (বাস্কেটবল)

ডেরিক রোজ (বাস্কেটবল)

বাস্কেটবলের জনপ্রিয় মুখ ডেরিকও জায়গা করে নিয়েছেন এই তালিকায়। তিনি রয়েছেন অষ্টদশতম স্থানে।

ফ্লোয়েড মেওয়েদার (বক্সিং)

ফ্লোয়েড মেওয়েদার (বক্সিং)

বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় মেওয়েদার রয়েছেন ১৯তম স্থানে।

সেরেনা উইলিয়ামস (টেনিস)

সেরেনা উইলিয়ামস (টেনিস)

মার্কিন মহিলা কিংবদন্তি টেনিস তারকা সেরেনা সম্প্রতি উইম্বল্ডন জিতেছেন। তিনিও জায়গা করে নিয়েছেন প্রথম ২০ জনে।

English summary
Dhoni named world's 9th most marketable star, check the full list here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X