For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাটকীয় টেস্ট: কিউইদের অবাক পতন, 'বাবা' নিয়ে কথা ওঠায় খেপে গেলেন বাবর আজম

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড ৫০-০ থেকে ৯০ রানে অলআউট হয়ে গেল, আর প্রথম টেস্ট শতরান করেও রেগে গেলেন বাবর আজম।
 

  • |
Google Oneindia Bengali News

মাঠে ও মাঠের বাইরে জমে উঠল পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। মাঠে পাক বোলার ইয়াসির শাহের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে মাত্র ৯০ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। অথচ একসময় তাদের স্কোর ছিল বিনা উইকেটে ৫০।

মাঠে যেরকম আশ্চর্যরকমভাবে বদলে গিয়েছে ম্যাচের ভারসাম্য তেমনই নাটকের অভাব নেই মাঠের বাইরেও। এই টেস্টেই প্রথম ইনিংসে জীবনের প্রথম টেস্ট শতরান পেয়েছেন পাক ব্য়াটিং-এর নয়া সেনসেশন বাবর আজম। অথচ এরপরই বাবা নিয়ে কথা ওঠায় রেগে গেলেন তিনি!

অবাক পতন

অবাক পতন

প্রথম ইনিংসে পাকিস্তান ৫ উইকেটে ৪১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার পর, প্রথম উইকেটে বেশ গুছিয়েই সেই রানটা তাড়া করা শুরু করেছিল কিউইরা। তাদের দুই ওপেনার জিত রাভাল (৩১) ও টম ল্যান্থাম (২২)-এর মধ্যে অর্ধ শতরানের জুটি গড়ে ওঠে। কিন্তু এরপরই বাকি ৪০ রানের মধ্যে পড়ে যায় তাদের ১০ উইকেট!

আশ্চর্য আউট ও ছয় শূন্য

আশ্চর্য আউট ও ছয় শূন্য

'ব্ল্যাক ক্যাপ'দের এই অদ্ভূত পতনের শুরুটাও হয় ভারি আশ্চর্য এক আউট দিয়ে। ইয়াসির শাহের বল প্রথমে লাগে রাভালের পায়ে, তারপর গোত্তা খায় তাঁর ব্যাটে, শেষে উইকেট ভেঙে দেয়। আর এখান থেকেই শুরু হয় পরপর উইকেট পড়া। তাদের ব্য়াটারদের ছয়জন আউট হয়েছেন কোনও রান না করেই।

পাক নায়ক

কিউইদের এই অল্প রানে অলআউটকরে দেওয়ার নায়ক হলেন পাক জোরে বোলার ইয়াসির শাহ। এদিন তিনি ৪১ রানে ৮ উইকেট দখল করেন। যা পাক বোলারদের মধ্যে টেস্টে তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স। তাঁর আগে আছেন কেবল সরফরাজ নওয়াজ ও আব্দুল কাদির। দুজনেই ইনিংসে ৯ উইকেট করে শিকার করেছিলেন।

বাবরের রাগ

এদিকে ম্যাচের প্রথম দিনই বাবর আজম তাঁর প্রথম টেস্ট শতরানটি পান। ১২৭ রানের দুরন্ত ইনিংস খেলেন এই পাক ব্যাটার। এরপর স্বাভাবিকভাবেই টুইটারে একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে থাকে তাঁর জন্য। জনপ্রিয় পাক অ্যাঙ্কর জয়নাব আব্বাসও ছিলেন তাঁর মধ্যে। কিন্তু সমস্যা হল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বার আজমকে ব্যঙ্গ করে পাক কোচ মিকি আর্থারের 'ছেলে' বলে উল্লেখ করেন। আর তাতেই রেগে যান বাবর।

বাবরের উত্তর

সোশ্য়াল মিডিয়াতেই জয়নাবকে কড়া জবাবও দেন এই তরুণ পাকিস্তানি ব্যাটসম্যান। বলেন, 'কিছু বলার আগে একটু চিন্তা-ভাবনা করুন। আর নিজের সীমা অতিক্রম করবেন না।'

তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল পাকিস্তান। এই ম্যাচে তারা ৩২৮ রানে এগিয়ে প্রথম ইনিংসে। ফলে কিউইদের পাকিস্তচান ফলো-অন করাবে বলেই মনে করা হচ্ছে। আর কী নাটক বাকি সেটাই দেখার।

English summary
New Zealand went down from 50-0 to 90 all out against Pakistan and even after getting his maiden test century Babar Azam got angry. 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X