For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিজ্ঞতার জন্যই বিশ্বকাপ দলে কার্তিক, বললেন এমএসকে প্রসাদ

২০০৭-এ শেষবার ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন। একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি।

  • |
Google Oneindia Bengali News

২০০৭-এ শেষবার ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন। একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি। ২০১১ ও ১৫-র বিশ্বকাপে প্রথম পনেরো জনের দলেও ঠাঁই হয়নি দীনেশ কার্তিকের। তামিলনাড়ু তথা কেকেআরের ৩৩ বছরের এই ক্রিকেটার, খেলেছেন মাত্র ৯১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তা সত্ত্বেও দীনেশ কার্তিককে ইংল্যান্ডগামী ভারতের বিশ্বকাপ দলে নেওয়ার পিছনে অভিজ্ঞতাকেই কারণ হিসেবে তুলে ধরেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ।

অভিজ্ঞতার জন্যই বিশ্বকাপ দলে কার্তিক, বললেন এমএসকে প্রসাদ

প্রসাদের কথায়, হতে পারে কার্তিক খেলেছেন মাত্র ৯১টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ। অন্যদিকে, কেকেআর অধিনায়কের প্রধান প্রতিপক্ষ ঋষভ পন্থের অভিজ্ঞতাও পাঁচটি ওয়ান ডের বেশি নয়। সেই অভিজ্ঞতার দিক থেকেই বিশ্বকাপের দলে থাকার প্রতিযোগিতায় দীনেশ কার্তিক, তরুণ পন্থকে পিছনে ফেলে দিয়েছেন বলেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ।

তবে ভারতের বিশ্বকাপগামী দলে দীনেশ কার্তিককে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে বলেও জানাতে ভোলেননি নির্বাচক কমিটির চেয়ারম্যান। জানিয়েছেন, অবশ্যই প্রথম এগারোয় থাকবেন মহেন্দ্র সিং ধোনি। তিনি চোট পেলে দীনেশ কার্তিক দলে জায়গা পাবেন। সেক্ষেত্রে কার্তিকের অভিজ্ঞতা বিশেষভাবে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেছেন এমএসকে প্রসাদ।

English summary
Experience is the key for Karthik, said MSK Prasad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X