For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বোচ্চ স্কোরার শ্রীযুক্ত অতিরিক্ত, ১০ টি শূন্যে দলও গুটিয়ে গেল ১০ রানে! চরম লজ্জায় অজি ক্রিকেট

বুধবার (৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার এক মহিলা দল ১০ রানে অলআউট হয়ে গেল। তাদের পক্ষে সর্বোচ্চ স্কোরার হল অতিরিক্ত। 

  • |
Google Oneindia Bengali News

অতিরিক্ত, অর্থাত ওয়াইড বল, নো বল ইত্যাদিতে হওয়া রান যদি কোনও দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার হয়, তাহলে তা কখনই সেই দলের পক্ষে ভাল বিজ্ঞাপন নয়। ঠিক এই ঘটনাই ঘটল অস্ট্রেলিয়ার এক মহিলা ক্রিকেট দলের ক্ষেত্রে। তাও অতিরিক্ত মোটামুটি রান করেছিল বলে তাঁদের মোট রান দুই অঙ্কের ঘরে পৌঁছায়। গোটা দল মাত্র ১০ রানেই অলআউট হয়ে গিয়েছে।

সর্বোচ্চ স্কোরার মি. অতিরিক্ত, দল গুটিয়ে গেল ১০ রানে

অ্যালিস স্পিংস-এ অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়শিপে একটি টি২০ ম্যাচে, নিউ সাউথ ওয়েলস মহিলা দলের মুখোমুখি হয়েছিল সাউথ অস্ট্রেলিয়া মহিলা দল।

সাউথ অস্ট্রেলিয়া মহিলাদের ওপেনার ফেবি ম্যানসেল একমাত্র ব্যাটে রান করতে পারেন। তবে তিনিও ৫ রানের বেশি করতে পারেননি। তারপর থেকে পর পর ১০ জন শূন্য রানে আউট হয়েছেন। অতিরিক্ত হিসেবে নিউ সাউথ ওয়েলস মহিলা ৬ রান না দিলে তাদের স্কোর ১০-এ পৌঁছতো না।

নিউ সাউথ ওয়েলস মহিলা দলের পক্ষে রোক্সানে ভ্যান-ভিন ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া নাওমি উডস মাত্র ২টি বল করে ২টি ফউইকেট পান। মাত্র ৬২টি বলেই ইনিংস শেষ হয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া মহিলার। জবাবে মাত্র ১৫ বলেই জয়ের রানে পৌঁছে যায় নিউ সাউথ ওয়েলস মহিলা।

ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়, ভারতীয় ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ওকিফ। এই ধরণের একপেশে খেলা কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের পক্ষে মোটেই ভাল খবর নয়। মুখ পুড়ল ক্রিকেট অস্ট্রেলিয়ার।

English summary
Extras have become the top scorer for an Australian women's side who were all out for 10 on Wednesday (6 Feb.).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X