ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন অর্জুন তেন্ডুলকর। এবার সচিন পুত্রের শিরোনামে উঠে আসার কারণটা একটু ভিন্ন।
লর্ডসে যখন দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে লড়াইয়ে ফিরে আসার প্রস্তুতি সাড়ছে টিম ইন্ডিয়া, তখন বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র ব্যস্ত রেডিও বিক্রি করতে। আর এই দৃশ্যে সচিন পুত্রকে চিনে ফেলেন দীর্ঘ দিন সচিনের সঙ্গে জাতীয় দলের জার্সিতে মাঠ মাতালো এবং কিংবদন্তি অফ স্পিনার হরভজন সিং।
'রেডিও বিক্রেতা' অর্জুনের সঙ্গে নিজের একটি ছবি টুইটও করেন হরভজন। সচিন পুত্রের সঙ্গে তোলা ছবিটি টুইট করে ভাজ্জি লেখেন, 'দেখুন আজকে কে রেডিও বিক্রি করছে লর্ডসে। কয়েকটা মাত্র বাকি রয়েছে। তাড়াতাড়ি আসুন। জুনিয়ার সচিন তেন্ডুলকর, ভাল ছেলে।'
Look who selling radios @HomeOfCricket today.. sold 50 rush guys only few left 😜 junior @sachin_rt #Goodboy pic.twitter.com/8TD2Rv6G1V
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 11, 2018
এই মুহূর্তে এমসিজির তরুণ ক্রিকেটারদের সঙ্গে প্রস্তুতি সারতে লন্ডনে রয়েছেন অর্জন তেন্ডুলকর। ফলে লর্ডই এখন তাঁর ঘর, বাড়ি সব কিছুই।
শুক্রবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির সময়ে গ্রাউন্ডসম্যানদের সাহায্য করতেও এগিয়ে এসেছিলেন সচিনে পুত্র। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে টুইটও করা হয় এই বিষয়ে। তাদের পক্ষ থেকে লেখা হয়, 'শুধু অনুশীলনই করছেন না অর্জুন, পাশাপাশি আমাদের গ্রাউন্ডস্ট্যাফদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ও।'
👋 Arjun Tendulkar!
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 10, 2018
Not only has he been training with @MCCYC4L recently & but he has also been lending a helping hand to our Groundstaff!#ENGvIND#LoveLords pic.twitter.com/PVo2iiLCcv