For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির ফেরা নিয়ে মুখ খুললেন হরভজন সিং

  • By
  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি সম্ভবত দেশের জার্সি পড়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এদিন বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে ধোনির নাম বাদ যাওয়ার পর প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ভারতের অন্যতম সেরা প্রাক্তন অফস্পিনার হরভজন সিং।

ধোনির ফেরা নিয়ে মুখ খুললেন হরভজন সিং

গত বছর জুলাই মাসের ১০ তারিখে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সি পড়ে শেষ ম্যাচটি খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যার পরে এতদিন তিনি ভারতের না খেলায় স্বাভাবিকভাবেই চুক্তি তালিকা থেকে বাদ পড়েছেন।

এদিন চুক্তি প্রকাশিত হতেই শোরগোল পড়ে যায় ক্রিকেটজগতে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলেই ধোনির ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন তুলেছেন। দীর্ঘদিন ধরে ধোনির সতীর্থ হরভজন সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, তাঁর মনে হয় না আর আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি ফিরবেন বলে। তাঁর কথায়, সম্ভবত ধোনির ফেরার রাস্তা শেষ হয়ে গিয়েছে। আমি শুনেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভবত ধোনির শেষ ইভেন্ট হতে চলেছে। তবে দেখে মনে হচ্ছে ধোনি মনস্থির করে ফেলেছেন যে তিনি আর খেলবেন না।

ভারতের কোচ রবি শাস্ত্রী এর আগে বলেছিলেন, আইপিএল এর পরেই ধোনি সম্পর্কে সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে। তবে হরভজন বলছেন, আইপিএলে দারুণ পারফরম্যান্স করলেও তিনি যতদূর ধোনিকে চেনেন তাতে তাঁর মনে হচ্ছে ধোনি আর দেশের জার্সি পরে মাঠে নামবেন না।

বিশ্বকাপের পরে ধোনি আর দেশের জার্সিতে মাঠে নামেননি। এরপরে ভারত ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে। এর পরে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ধোনিকে সেখানেও দেখতে পাওয়া যাবে না। ফলে আগামী দিনে তিনি আর ভারতের হয়ে খেলবেন কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

English summary
Harbhajan Singh's big statement after MSD out of BCCI's central contract
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X