For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে জয়ে ফিরতে মরিয়া হায়দরাবাদ-পাঞ্জাব

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪০ রানের শোচনীয় হার। আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামা আন্টিগুয়ান পেস ব্যাটারি, বছর বাইশের আলজাররি জোসেফের বোলিং ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪০ রানের শোচনীয় হার। আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামা আন্টিগুয়ান পেস ব্যাটারি, বছর বাইশের আলজাররি জোসেফের বোলিং ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে দাঁড়াতে মরিয়া। কিংস ইলেভেন পাঞ্জাবকে, তাদের হোম গ্রাউন্ড মোহালিতে হারিয়ে, সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান কেন উইলিয়ামসন, রশিদ খান, ভুবনেশ্বর কুমাররা। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে ২২ রানে হারের জ্বালা ভুলে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলতে চায় রবিচন্দ্রন অশ্বিনদের কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলে জয়ে ফিরতে মরিয়া হায়দরাবাদ-পাঞ্জাব

আইপিএলের পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদ, গত ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩৬ রানে আটকে দিলেও, আলজাররি জোসেফের ৬ উইকেটের তাণ্ডবে তারা ৯৬ রানেই গুটিয়ে যায়। দুই ম্যাচ আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শতরান করা ডেভিড ওয়ার্নার, জনি বারিস্টো, মুম্বইয়ের সামনে দাঁড়াতেই পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের মিডিল ও লোয়ার অর্ডার। গত ম্যাচের ভুলগুলো শুধরে নিতে, সোমবার সকাল থেকেই কড়া অনুশীলনে নেমে পড়েছে ওয়ার্নার শিবির।

অন্যদিকে, সারফারাজ খানের ৫৯ বলে ৬৭ ও কেএল রাহুলের ৪৭ বলে ৫৫, কিংস ইলেভেন পাঞ্জাবকে জয়ের মুখ দেখাতে না পারলেও, ঘরের মাঠে দলগত শক্তিকে কাজে লাগিয়েই, সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে চান রবিচন্দ্রন অশ্বিনরা। ম্যাচের প্রতিটি বিভাগেই ডেভিড ওয়ার্নারদের টেক্কা দিতে চায়, আইপিএলের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা প্রীতি জিন্টার কিংস ইলেভেন। ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যেই উৎসাহ-উন্মাদনা তুঙ্গে।

English summary
Hyderabad and Punjab desperately need a win in IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X