For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি বিশ্বকাপ ২০১৯, অভিনব সম্প্রচার ভাবনা! কার্যকর হলে চাকরি যাবে ধারাভাষ্যকারদের

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর ডিরেক্টর স্টিভ এলসওয়ার্থি বলেছেন, তিনি সবসময়ই স্ট্যাম্প মাইক খুলে রাখার পক্ষে এবং এই ভাবনাটা নিয়ে আলোচনা করা হবে। 

Google Oneindia Bengali News

হুড়মুড়িয়ে এগিয়ে আসছে বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলির মতো নানারকম প্রস্তুতি চলছে আইসিসির তরফেও এর মধ্যেই এবারের বিশ্বকাপের ডিরেক্টর স্টিভ এলসওয়ার্থি জানালেন ম্য়াচের টিভি সম্প্রচার নিয়ে এক অভিনব ভাবনা রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি ম্যাচে ধারাভাষ্যের বদলে সবসময় স্টাম্প মাইক খোলা ছিল। বিশ্বকাপের ম্য়াচেও তা হতে পারে।

 আইসিসি বিশ্বকাপ ২০১৯, অভিনব সম্প্রচার ভাবনা

অস্ট্রেলিয়ার সেই ম্য়াচে দেখা গিয়েছিল, স্টাম্প মাইকে ম্য়াচ চলাালীন ক্রিকেটারদের কথোপকথন ধারাভাষ্যের থেকে বেশি উপভোগ করেছিলেন দর্শকরা। এলসওয়ার্থি বলেছেন একজন ক্রিকেট ভক্ত হিসেবে তিনিও চান স্টাম্প মাইক সবসময় খোলা থাক। কারণ ভক্তরা চায় তাঁদের নায়কের আরও কাছাকাছি পৌঁছতে।

সাম্প্রতিক কালে স্টাম্প মাইক বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্টাম্প মাইকের জন্য বর্ণবিদ্বেষী মন্তব্য করে শাস্তি পেয়ছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। এই স্টাম্প মাইকই সমকাম-বিদ্বেষী মন্তব্য করায় শাস্তি পান ক্যারিবিয়ান ক্রিকেটার গ্যাব্রিয়েল। কাজেই বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন এলসওয়ার্থি। তবে এই নিয়ে নিশ্চিতভাবেই আলোচনা করা হবে বলেও জানান।

স্টাম্প মাইকে কিন্তু, অস্ট্রেলিয়া সফরে ঋষভ পন্থ ও টিম পেইনের কথার টক্কর উপভোগ করেছিল দর্শকরা। আইপিএল বা টি২০ লিগগুলিতেও অনেক সময় ধারাভাষ্য চলাকালে মাঠের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কথা বলা দর্শকরা উপভোগই করে থাকে। তবে এই সম্প্রচার পদ্যতি জনপ্রিয় হলে কিন্তু ধারাভাষ্য়কারদের সব পাত্তারি গুটোতে হবে।

English summary
Director of ICC World Cup 2019 Steve Elsworthy said that he is in favour of keeping the stump mice on all the times and asserted the idea will be discussed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X