For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতের তৃতীয় ওপেনার - রাহুল নয়, বিস্ময়কর এক নাম বাছলেন গাভাস্কার

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ ভারতের রিজার্ভ ওপেনিং ব্যাটসম্যান এক বিস্ময়কর নাম বেছে নিলেন সুনীল গাভাস্কার। 

  • |
Google Oneindia Bengali News

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর ভারতীয় দলে ওপেনিং জুটি হিসেবে শিখর-রোহিতর স্থান পাকা। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই দুইজনের পাশাপাশি একজনয় তৃতীয় বিকল্প ওপেনারও প্রয়োজন। এই স্থানে এখনও কেউ নিশ্চিত নন। তৃতীয় ওপেনার হিসেবে সুনীল গাভাস্কারের পছন্দ দীনেশ কার্তিক।

তৃতীয় ওপেনার, গাভাস্কারের বিস্ময়কর পছন্দ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ফল জেতা সিরিজে ভারতের বেশ কিছু উদ্দেশ্য পূরণ হয়েছে। সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপের দলের বিকল্পদের দেখে নেওয়াটা লক্ষ্য ছিল টিম ম্যানেজমেন্টের। এই সিরিজে বিশ্বকাপের দৌড়ে নিজের নিজের জায়গা পাকা করেছেন শামি ও রায়ডু।

কিন্তু, তৃতীয় ওপেনার হিসেবে অনেকের নামই ঘোরাফেরা করছে। টিম ম্যানেজমেন্টের প্রথম বাজি ছিলেন কেএল রাহুল। কিন্তু তাঁর জঘন্য ফর্ম ওসাম্প্রতিক বিতর্কের পর তিনি এই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। তরুণ শুভমান গিল নিউজিল্যান্ডে শেষ দুই ম্যাচে বেশিক্ষণ না টিকলেও বেশ ছন্দে ব্যাট করেছেন।

এঁরা কেউ নন, ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার গাভাস্কার মনে করছেন কার্তিকই বিশ্বকাপে ভারতের তৃতীয় ওপেনারের ভূমিকায় পালন করতে পারেন। যদি ঋষভ পন্থ দলে জায়গা করে নিতে পারেন, তবে গাভাস্কারের মত ভারত তিন উইকেটরক্ষক নিয়েই বিশ্বকাপ খেলতে যেতে পারে।

বর্তমান ভারতীয় দলে কার্তিককে টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডার ও ফিনিশার হিসেবে খেলিয়েছে। কার্তিক দেখিয়েছেন, একদিনের ক্রিকেটে তিনি যে কোনও জায়গায় ব্য়াট করতে সক্ষম। তামিলনাড়ুর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অভিজ্ঞতার ভান্ডারও বিশাল। তবে ওপেনিং একটি বিশেষ জায়গা। সেই স্থানের জন্য গাভাস্কারের এই পছন্দ নিঃসন্দেহে বিস্ময়কর।

English summary
Sunil Gavaskar has chosen a surprising named as India’s reserve opener for ICC World Cup 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X