For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাকিস্তান - ম্যাচের ভবিষ্যত প্রশ্নের মুখে, অথচ টিকিটের চাহিদা ছাড়াল বিশ্বকাপ ফাইনালেকেও

আইসিসি বিশ্বকাপ ২০১৯ টুর্নামেন্টের ডিরেক্টর স্টিভ এলোয়ার্থি বলেছেন, ভারত-পাকিস্তান গ্রুপ লিগের ম্যাচের টিকিটের জন্য বিশাল চাহিদা রয়েছে।
 

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার শহরে আগামী ১৬ জুন তারিখে আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর গ্রুপ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর ভারতীয় ক্রিকেটের বিভিন্ন মহল থেকে সেই ম্য়াচ বয়কটের দাবি উঠেছে। অথচ এই ম্যাচের টিকিটের চাহিদা তাক লাগানোর মতো। ২৫০০০ আসনের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের টিকিটের জন্য আবেদন এসেছে ৪ লক্ষেরও বেশি!

ভারত-পাকিস্তান - টিকিটের চাহিদা ছাড়াল ফাইনালেকেও

ভারত-পাক ম্যাচ ছাড়াও বিশ্ব-ক্রিকেটের অন্যতম বড় দ্বৈরথ হল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। বুধবার (২০ ফেব্রুয়ারি), টুর্নামেন্টের ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি লন্ডনে এক প্রচারমূলক অনুষ্ঠানে এসে জানান, এই ম্যাচের টিকিটের চাহিদা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তো বটেই ছাড়িয়েছে ফাইনাল ম্যাচের টিকিটের চাহিদাও।

এই ম্যাচের টিকিচটের চাহিদা যেখানে ৪ লক্ষেরও বেশি, সেখানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের জন্য আবেদন এসেছে ২ লক্ষ ৩০ হাজার থেকে ৪০ হাজারের মতো। আর ফাইনালের টিকিটের চাহিদা এর থেকে একটু বেশি, ২ লক্ষ ৬০ হাজার থেকে ৭০ হাজারের মতো। এলওয়ার্থি আরও জানান, এই চাহিদা শুধু স্থানীয় স্তরে, কিন্তু ভারত-পাক ম্যাচের আবেদন রয়েছে সারা বিশ্ব-জুড়ে।

বোঝাই যাচ্ছে শেষ পর্যন্ত ভারত যদি এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় তাহলে টিকিট বিক্রিক থেকে টিভি সত্ত্ব - বিভিন্ন দিক থেকেই বিশাল ক্ষতির মুখে পড়বে আইসিসি। কাজেই যে কোনও উপায়ে এই ম্যাচ আয়োজন করতে চাইবে আইসিসি। এর আগে আইসিসি-র সিইও ডেভিড রিচার্ডসন জানিয়েছিলেন, বিশ্বকাপের কোনও ম্য়াচ বাতিল হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বুধবারই আইসিসি-র এক সূত্র জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসি-র বৈঠকে এই ম্যাচের বিষয়ে আলাদা করে আলোচনা হতে পারে।

English summary
ICC World Cup 2019 tournament director Steve Elworthy said that there is a huge demand for the tickets of the India-Pakistan group league match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X