For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' নিয়ে বিরাট-নির্দেশ! গুরুদায়িত্ব চাপালেন অধিনায়ক


 বিরাট কোহলি বলেছেন, আইসিসি বিশ্বকাপ ২০১৯-এ ফিট থাকাটা খেলোয়াড়দেরই দায়িত্ব, তাই আইপিএলে তাদের দক্ষতার সঙ্গে নিজেদেরই ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট সামলাতে হবে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের আগে পরাজয় দিয়ে ভারত আন্তর্জাতিক ক্রিকেট কর্মসূচী শেষ করেছে। এবার জাতীয় দলের জার্সি ছেড়ে যে যার আইপিএল দলের হয়ে খেলবেন। আর এই ফ্র্য়াঞ্চাইজি দলের হয়ে খেলার সময় জাতীয় দলের ক্রিকেটারদের নিজেদেরকেই দক্ষতার সঙ্গে নিজেদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কাজ করতে হবে বলে জানিয়ে দিলেন বিরাট কোহলি।

আইপিএল ২০১৯, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিরাট-নির্দেশ

আইপিএল ২০১৯ শেষ হওয়ার সপ্তাহ দুয়েক পরই শুরু হবে বিশ্বকাপ। আইপিএল খেলার ধকল নেওয়ার পর জাতীয় দলের ক্রিকেটাররা, বিশেষ করে বোলাররা কতটা তরতাজা ও ফিট অবস্তায় ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় নামতে পারবেন, তাই নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। বোর্ড আইপিএল চলাকালীন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নির্দেশিকা পাঠাবে বলে জানা গিয়েছে।

বিরাট অবশ্য বলছেন, বিশ্বকাপের সময় নিজেদের তরতাজা ও ফিট রাখাটা ক্রিকেটারদেরই দায়িত্ব, তাদেরকেই 'স্মার্টলি' ব্যাপারটা সামলাতে হবে। তবে তাই বলে আইপিএল-এর দলগুলিকে ১০০ শতাংশ দেবেন না ক্রিকেটাররা এমনটাও চাইছেন না ভারত অধিনায়ক। তিনি চাইছেন অবস্থা বুঝে নিজেরাই বিশ্রাম নিন ক্রিকেটাররা। বিশ্বকাপ ও আইপিএল-এর মধ্যে একাটা ভারসাম্য রেখে চলুন সবাই।

বিরাট মনে করিয়ে দিচ্ছেন, বছর বছর আইপিএল খেলা যাবে, কিন্তু বিশ্বকাপ চার বছরে একবারই আসে।

English summary
Virat Kohli said the Indian players will have to smartly manage their workload during the IPL since it's their responsibility to stay fit for the ICC World Cup 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X