For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলদীপের ১০০ উইকেট থেকে শামির ডবল স্ট্রাইক, রাজকোটে ভারতের 'অজি বধের' সেরা মুহূর্ত

কুলদীপের ১০০ উইকেট থেকে শামির ডবল স্ট্রাইক, রাজকোটে ভারতের 'অজি বধের' সেরা মুহূর্ত

  • |
Google Oneindia Bengali News

রাজকোটে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ৩ ম্যাচের ওডিআই সিরিজে লড়াইয়ে ফিরল ভারত। ৩৪১ রান তাড়া করতে নেমে ভারতীয় বোলিং দাপটের সামনে অজিরা এদিন ৩০৪ রানে অলআউট হয়েছে। একনজরে রাজকোটে এদিনের সেরা ক্রিকেটীয় মুহূর্ত দেখে নেওয়া যাক।

শামির ডবল স্ট্রাইক

মুম্বইয়ে অজিদের ব্যাটিংয়ের বিরুদ্ধে হতশ্রী বোলিংয়ের পর এদিন ঘুরে দাঁডা়ল ভারতীয় প্রেসব্রিগেড। শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে শামি-বুমরাহ-সাইনিরা নজর কাড়লেন। শুরুতে শামির বলে মনীশের দুরন্ত ক্যাচের সুবাদে চতুর্থ ওভারে ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। ম্যাচের ৪৪ তম ওভারের প্রথম দুই বলে এরপর অস্ট্রেলিয়ার দুটি উইকেট নিয়ে গ্যালারি তাতিয়ে দেন শামি। প্রথমে অ্যাস্টন টার্নারকে বোল্ড করেন, পরের বলেই এরপর প্যাট কামিন্সকে ০ রানে আউট করেন শামি।

কুলদীপের ডবল স্ট্রাইক

শামির মতো কুলদীপও এক ওভারে দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। চায়নাম্যান ম্যাচের ৩৮তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথের উইকেট তুলে নেন।

কুলদীপের ১০০!

এদিন দুই উইকেট তুলে নেওয়ার সুবাদে ওডিআই ক্রিকেটে ভারতের তৃতীয় দ্রুততম হিসেবে একশো উইকেট পেলেন কুলদীপ। তালিকায় শীর্ষে মহম্মদ শামি। ৫৬টি ওডিআই খেলে শামি ১০০ উইকেট পান। জসপ্রীত বুমরাহ ৫৭ ম্যাচে এই কীর্তি করেছিলেন। ৫৮ ম্যাচে একশো উইকেটের গণ্ডিতে পৌঁছলেন কুলদীপ। ৩৯ ম্যাচ খেলে এই তালিকায় চারে প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। কুলদীপের ওডিআই উইকেট সংখ্যা এখন ১০১।

ম্যাচ এক সেঞ্চুরি হাতছাড়া দুই

এদিন ৯৮ রানে কুলদীপের শিকার হয়ে সেঞ্চুরি হারালেন স্মিথ। এর আগে ভারতীয় দল থেকে শিখর ধাওয়ান ৯৬ রান করে আউট হয়ে সেঞ্চুরি হারান।

ভারতীয় পেস বিভাগের দাপট

ম্যাচের ভারতীয় পেসাররা ছটি উইকেট পেলেন। শামি ৩টি, সাইনি ২টি ও বুমরাহ ১টি উইকেট পেলেন।

ম্যাচের সেরা রাহুল

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এদিন ৫২ বলে ৮০ রান, সেই সঙ্গে ফিঞ্চের স্টাম্পিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। ব্যাট ও দস্তানা হাতে সেরা পারফর্ম্য়ান্সের বিচারে রাজকোটে ম্যাচের সেরা হলেন লোকেশ রাহুল।

English summary
Ind beat aus by 36 runs in rajkot, level series by 1-1, 5 key moments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X