
দায়িত্ব নিতে হবে
বাঙ্গার স্পষ্ট জানিয়েছেন রাহুলের উপর থেকে কিন্তু দসলের আস্থা হারিয়ে যায়নি। তিনি, এমনকী বৃহস্পতিবার (২৯ নভেম্বর)-এর ৩ রানের ইনিংসেও ভাল ব্যাট করেছেন বলেই জানিয়েছেন তিনি। কিন্তু একই সঙ্গে এও জানিয়েছেন, রাহুলের সমস্যা হল তিনি প্রতি ম্যাচেই 'আউট হওয়ার নিত্য নতুন পদ্ধতি' আবিষ্কার করছেন। তবে তাঁর ভালই ব্যাটে-বলে হচ্ছে, তাই ভারতীয় দল মনে করছে, মাত্র একটি ভাল ইনিংসই তাঁকে ফর্মে ফিরিয়ে দিতে পারে। তাঁর যা প্রতিভা রয়েছে, তাতে তচিনি জলদি ফর্মে ফিরুন - এমনটাই চাইছে দল। বাঙ্গার বলেন, 'রাহুল এখন আর তরুণ খেলোয়াড় নয়। তাই তাঁকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।'

ফাঁকা আছে ওপেন ও ছয় নম্বর
৬ ডিসেম্বর থেকে শুরু হবেল অ্যাডিলেড টেস্ট। সেই টেস্টের ভারতীয় দলের বাকি জায়গাগুলি সুনিশ্চিত হলেও এখনও ওপেনিং জুটি কারা হবেন এবং ৬ নম্বরে কে ব্যাট করবেন তা ঠিক করতে পারেনি টিম ইন্ডিয়া। বাঙ্গার জানিয়েছেন, ওপেনে পৃথ্বী একপ্রকার নিশ্চিত। আরেক ওপেনারের জায়গার জন্য প্রতিযোগিতায় আছেন রাহুল ও মুরলি বিজয়। আর ছয় নম্বরে জায়গা করে নেওয়ার লড়াইটা হনুমা বিহারী ও রোহিত শর্মার মধ্যে। প্র্যাকটিস টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা দেখে এই জায়গাগুলিতে কারা খেলবেন তা ঠিক করা হবে।

পৃথ্বী শ
বাঙ্গারের কথা থেকে স্পষ্ট হেছে ওপেনিং স্লটে প্রথম টেস্টে একপ্রকার নিশ্চিত পৃথ্বী। তিনি জানান সীমিত ওভারের ক্রিকেট হোক কি প্রথম শ্রেনীর ক্রিকেট - সব ফর্ম্যাটের সঙ্গেই নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে পৃথ্বীর। নিজের খেলার বিষয়ে তাঁর সুস্পষ্ট ধারণা রয়েছে। সেই সুস্পষ্টতার সঙ্গে তারুন্যের সাহসও তাঁকে ভাল খেলোয়াড় হতে সাহায্য করেছে।

তৃপ্ত ব্যাটিং কোচ
রাহুলের খচখচানি থাকলেও দলের সার্বিক ব্যাটিং পারফরম্যান্স কিন্তু দলের ব্যাটিং কোচ বাঙ্গারকে তৃপ্তি দিয়েছে। তিনি জানান এই ভারতীয় দলের কেউ কেউ এসেছেন টি২০ ম্যাচ খেলে, আবার কেউ কেউ এসেছেন নিউজিল্যান্ডে বেসরকারি টেস্ট খেলে, বাকিরা সরাসরি দেশ থেকে উড়ে এসে টেস্ট দলে যোগ দিয়েছেন। সেই কথা মাথায় রেখে দেখতে গেলে প্রত্যেকেই বেশ ভাল খেলেছেন।