For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২টি জায়গা, লড়াইয়ে ৪ ব্যাটসম্যান! রাহুলে আস্থা রেখেও অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের হাতে গোনা দিন বাকি। ভারতীয় দলে ওপেনার হিসেবে অনেকটাই ভরসা করা হচ্ছে কেএল রাহুলের উপর। কিন্তু সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে চলে এসেও এখনও ফর্মের আকাল তাঁর ব্যাটে।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের হাতে গোনা দিন বাকি। ভারতীয় দলে ওপেনার হিসেবে অনেকটাই ভরসা করা হচ্ছে কেএল রাহুলের উপর। কিন্তু সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে চলে এসেও এখনও ফর্মের আকাল তাঁর ব্যাটে। এতদিন টিম ম্যানেজমেন্টের তরফে রাহুল কে নিয়ে কিছু না বলা হলেও অনুশীলন টেস্ট ম্যাচে তাঁর ব্যর্থতাকে একেবারেই ভালভাবে নেয়নি টিম ম্যানেজমেন্ট।

অনুশীলন ম্যাচে প্রথম ইনিংসে ভারত ৩৫৮ রানে অলআইউট হয়ে যায়। ভারতের ৫জন ব্যাটসম্যান (পৃথ্বী, পুজারা, কোহলি, রাহানে, হনুমা) অর্ধশতরান করেন। দৃষ্টিকটুভাবে একমাত্র ব্যর্থ হন রাহুল। খেলা শুরুর প্রথম ঘন্টাতেই মাত্র ৩ রান করে অফ স্টাম্পের একটি বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে মিড অফে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এইদিন ভারতীয় দলের পক্ষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি জানান ভারতের টিম ম্য়ানেজমেন্ট দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে নিশ্চিন্ত হলেও রাহুলের ব্য়াটিং নিয়ে বেশ অসন্তুষ্ট। একনজরে দেখএ নেওয়া যাক বাঙ্গারের মাধ্যমে আর কী জানাল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

দিলওয়ালের পোস্টার - ১

দিলওয়ালের পোস্টার - ১

এখানে একেবারে রোমান্টিক মুডে দেখা যাচ্ছে শাহরুখ-কাজলকে। নিচে একইরকম লাগছে বরুণ ধাওয়ান ও কৃতী শ্যাননকেও।

দায়িত্ব নিতে হবে

দায়িত্ব নিতে হবে

বাঙ্গার স্পষ্ট জানিয়েছেন রাহুলের উপর থেকে কিন্তু দসলের আস্থা হারিয়ে যায়নি। তিনি, এমনকী বৃহস্পতিবার (২৯ নভেম্বর)-এর ৩ রানের ইনিংসেও ভাল ব্যাট করেছেন বলেই জানিয়েছেন তিনি। কিন্তু একই সঙ্গে এও জানিয়েছেন, রাহুলের সমস্যা হল তিনি প্রতি ম্যাচেই 'আউট হওয়ার নিত্য নতুন পদ্ধতি' আবিষ্কার করছেন। তবে তাঁর ভালই ব্যাটে-বলে হচ্ছে, তাই ভারতীয় দল মনে করছে, মাত্র একটি ভাল ইনিংসই তাঁকে ফর্মে ফিরিয়ে দিতে পারে। তাঁর যা প্রতিভা রয়েছে, তাতে তচিনি জলদি ফর্মে ফিরুন - এমনটাই চাইছে দল। বাঙ্গার বলেন, 'রাহুল এখন আর তরুণ খেলোয়াড় নয়। তাই তাঁকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।'

দিলওয়ালের পোস্টার - ২

দিলওয়ালের পোস্টার - ২

এখানে দুই নায়কের মাঝে জায়গা করে নিয়েছেন দুই নায়িকা কাজল ও কৃতী।

ফাঁকা আছে ওপেন ও ছয় নম্বর

ফাঁকা আছে ওপেন ও ছয় নম্বর

৬ ডিসেম্বর থেকে শুরু হবেল অ্যাডিলেড টেস্ট। সেই টেস্টের ভারতীয় দলের বাকি জায়গাগুলি সুনিশ্চিত হলেও এখনও ওপেনিং জুটি কারা হবেন এবং ৬ নম্বরে কে ব্যাট করবেন তা ঠিক করতে পারেনি টিম ইন্ডিয়া। বাঙ্গার জানিয়েছেন, ওপেনে পৃথ্বী একপ্রকার নিশ্চিত। আরেক ওপেনারের জায়গার জন্য প্রতিযোগিতায় আছেন রাহুল ও মুরলি বিজয়। আর ছয় নম্বরে জায়গা করে নেওয়ার লড়াইটা হনুমা বিহারী ও রোহিত শর্মার মধ্যে। প্র্যাকটিস টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা দেখে এই জায়গাগুলিতে কারা খেলবেন তা ঠিক করা হবে।

দিলওয়ালের পোস্টার - ৩

দিলওয়ালের পোস্টার - ৩

দিলওয়ালের এই পোস্টারটিতে শাহরুখ, কাজল ছাড়া সিনেমার সবকটি মুখ্য চরিত্রকেই দেখা যাচ্ছে।

পৃথ্বী শ

পৃথ্বী শ

বাঙ্গারের কথা থেকে স্পষ্ট হেছে ওপেনিং স্লটে প্রথম টেস্টে একপ্রকার নিশ্চিত পৃথ্বী। তিনি জানান সীমিত ওভারের ক্রিকেট হোক কি প্রথম শ্রেনীর ক্রিকেট - সব ফর্ম্যাটের সঙ্গেই নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে পৃথ্বীর। নিজের খেলার বিষয়ে তাঁর সুস্পষ্ট ধারণা রয়েছে। সেই সুস্পষ্টতার সঙ্গে তারুন্যের সাহসও তাঁকে ভাল খেলোয়াড় হতে সাহায্য করেছে।

দিলওয়ালের পোস্টার - ৪

দিলওয়ালের পোস্টার - ৪

এই পোস্টারটি সিনেমার দুই নায়ককে রেখেই তৈরি করা হয়েছে।

তৃপ্ত ব্যাটিং কোচ

তৃপ্ত ব্যাটিং কোচ

রাহুলের খচখচানি থাকলেও দলের সার্বিক ব্যাটিং পারফরম্যান্স কিন্তু দলের ব্যাটিং কোচ বাঙ্গারকে তৃপ্তি দিয়েছে। তিনি জানান এই ভারতীয় দলের কেউ কেউ এসেছেন টি২০ ম্যাচ খেলে, আবার কেউ কেউ এসেছেন নিউজিল্যান্ডে বেসরকারি টেস্ট খেলে, বাকিরা সরাসরি দেশ থেকে উড়ে এসে টেস্ট দলে যোগ দিয়েছেন। সেই কথা মাথায় রেখে দেখতে গেলে প্রত্যেকেই বেশ ভাল খেলেছেন।

দিলওয়ালের পোস্টার - ৫

দিলওয়ালের পোস্টার - ৫

রঙের কারিকুরি হোক বা ছবির নাম লেখাতেই হোক, এই পোস্টারটি অন্যগুলির চেয়ে খানিক আলাদা।

দিলওয়ালের পোস্টার - ৬

দিলওয়ালের পোস্টার - ৬

পোস্টারটি সাদামাটা হলেও এখানে শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র দৃশ্যের মতো দৃশ্য ফিরিয়ে আনা হয়েছে।

দিলওয়ালের পোস্টার - ৭

দিলওয়ালের পোস্টার - ৭

রোহিত শেট্টির সিনেমা মানেই মজার ছলে হলেও কয়েকটি গাড়ি দুর্ঘটনা দেখানো হবেই। সেকথা মাথায় রেখেই হয়তো এই পোস্টারটিতে গাড়ি দুর্ঘটনার ছবি দেওয়া হয়েছে।

English summary
After KL Rahul failed to score runs in the practice match, India's batting coach Bangar have said that he needs to take more responsibility.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X