For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফর ২০১৮-১৯: আসন্ন টেস্ট সিরিজে আতস-কাঁচের নিচে এই পাঁচ ক্রিকেটারের

অস্ট্রেলিয়ায় আসন্ন টেস্ট সিরিজে এই ৫ জন ক্রিকেটারের উপর প্রত্যেকের নজর থাকবে।
 

  • |
Google Oneindia Bengali News

আর একসপ্তাহ পরেই শুরু হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। ৩টি টি২০আই ম্যাচের পর ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে টেস্ট সিরিজ। ভারতের টেস্ট দল ইতিমধ্যে ঘোষণা করা হযে গিয়েছে। ইংল্যান্ড সফরে বাদ পড়ার পর দলে ফিরে এসেছে মুরলি বিজয়। দক্ষিণ আফ্রিকা সফরের পর দলে ফিরেছেন রোহিত শর্মা ও পার্থিব প্যাটেলও। চোট এখনও না সাড়ায় নেই হার্দিক পাণ্ডিয়া।

শেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতীয় দল ২-০ ফলে হেরেছিল। কিন্তু এইবার বল বিকৃতির দায়ে সাসপেন্ড থাকায় অস্ট্রেলিয়া দলে নেই তাদের দুই প্রধান টেস্ট ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। কাজেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতার জন্য ভারতের সামনে ভাল সুযোগ রয়েছে।

মাইখেল বেঙ্গলি এখানে ৫ ব্যাটসম্য়ানের কথা আলোচনা করল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে যাঁদের দিকে চোখ থাকবে সকলের। প্রত্যেক মুহূর্তে তাঁদের পরীক্ষা দিতে হবে।

কেএল রাহুল

কেএল রাহুল

রাহুল কিন্তু ক্রিকেটের তিন সংস্করণেই সমান ভাল খেলার ক্ষমতা রাখেন। সীমিত ওবারের ক্রিকেটে এই মুহূর্তে তিনি ভাল ফর্মেই আছেন। কিন্তু তাঁর টেস্ট ক্রিকেটের ফর্ম নিয়ে উদ্বেগ রয়েছে। টেস্ট ফর্ম্যাটে কিন্তু রাহুল খারাপ ব্যাটসম্য়ান নন, কিন্তু অভাব রয়েছে ধারাবাহিকতার। এর আগে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা থাকায় তিনি কিন্তু সেই দেশে কার্যকরী ভূমিকা নিতে পারেন। বস্তুত অস্ট্রেলিয়াতেই তাঁর টেস্ট অভিষেক হয়েছিল, আর দ্বিতীয় টেস্টেই শতরান করেছিলেন এই কর্ণাটকি। অস্ট্রেলিয়ার ফাস্ট বাউন্সি পিচে বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে সেই ক্ষমতার প্রয়োগ তিনি করতে পারেন কিনা সেটাই দেখার।

রোহিত শর্মা

রোহিত শর্মা

ভারতীয় যে কয়েকজন ব্যাটসম্যানের বাউন্সি পিচে খেলার দক্ষতা আছে তাদের অন্যতম হলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকায় প্রথম দুই টেস্টের পর তিনি দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। এটা তাঁর প্রত্যাবর্তনের সিরিজ। এই সিরিজে ব্যর্থ হলে কিন্তু টেস্ট দলে ফেরার আর সুযোগ নাও পেতে পারেন তিনি। তাছাড়া সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। শেষ অস্ট্রেলিয়া সফরে রান না পেলেও এইবার কিন্তু লাল বলের ক্রিকেটেও নিজের জাত চেনাতে মুখিয়ে থাকবেন তিনি।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

এই সফরে পন্থই ভারতের প্রথম উইকেটরক্ষক। ইংল্যান্ডের সফরের শেষ টেস্টে শতরানের পর, দেশের মাটিতে তিনি দুটি ৯০-এর ঘরের রান করেছেন। লাল বলের ক্রিকটেকে তাঁর এই ফর্ম তিনি অস্ট্রেলিয়াতেো ধরে রাখতে চাইবেন। তবে তাঁকে কিন্তু উইকেটের পিছনে পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে। ইংল্যান্ড সফরে তাঁর উইকেটকিপিং সমালোচিত হয়েছিল। কাজেই এই সফরে তাঁর ব্য়াটিং-এর পাশাপাশি গ্লাভস-এর কাজও থাকবে আতসকাঁচের তলায়। এই সফর কিন্তু তাঁর কাছে বড় সুযোগ ঋদ্ধিমান সাহার দলে না ফেরাটা সুনিশ্চিত করে দেওয়ার।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে ও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বিদেশ সফরে ভাল পারফর্ম করার দৌলতে অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রথম দলে অশ্বিনের বদলে জাদেজাই প্রথম পছন্দ হওয়া উচিত। ইংল্যান্ডের সিমিং পিচেও জাদেজা ব্যাটে ও বলে যথেষ্ট প্রভাবিত করেছিলেন। এই সফরেও তা করে দেখাতে মুখিয়ে থাকবেন এই অলরাউন্ডার। তবে জাদেজা অস্ট্রেলিয়াতে এর আগে একটিও টেস্ট খেলেননি। সেখানকার ভিন্ন পরিবেশ ও উইকেটে তিনি কতটা মানিয়ে নিতে পারেন সেদিকে চোখ থাকবে সকলের।

পৃথ্বি শ

পৃথ্বি শ

টেস্টে একটিও বল খেলার আগে থেকেই গোটা ক্রিকেট বিশ্বের চোখ ছিল তাঁর দিকে। মুম্বইয়ের স্কুল ক্রিকেটের দিন থেকে তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হয়। আর ঠিক তারকার ভঙ্গীতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনি টেস্টে পা রেখেছেন। প্রথম ইনিংসেই শতরান-সহ ২ ম্য়াচে তিনি ২৩৭ রান করেন। প্রথম সিরিজ থেকেই তাঁর সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে সচিন তেন্দুলকার, বীরেন্দ্র সেওয়াগদের মতো বড় নামের। তখনই বলে হয়েছে বিদেশ সফরের তাঁর আসল পরীক্ষা। কাজেই আসন্ন টেস্ট সিরিজে নিঃসন্দেহে তিনি সকলের স্ক্যানারের তলায় থাকবেন।

English summary
These 5 cricketers will be under everybody's scanners in the upcoming Test series in Australia. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X