For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম ভারত: দ্বিতীয় দিনেই শুরু 'নরম' স্লেজিং, আগল খুললেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ

অস্ট্রেলিয়া বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ভারতীয়রাই প্রথম স্লেজিং শুরু করলেন। 

  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম অস্ট্রেলিয়া চলতি সিরিজে অন্যতম আলোচ্য বিষয় ছিল স্লেজিং। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ম্য়াচ শুরুর ঠিক আগের দিন, অর্থাত বুধবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন দুই দলের তরফেই 'কিছু কথা হবে'। তাঁকে একপ্রকার সমর্থন করেছিলেন অস্ট্রেলিয় জোরে বোলার মিচেল স্টার্কও।

অস্ট্রেলিয়া বনাম ভারত: দ্বিতীয় দিনেই শুরু নরম স্লেজিং, আগল খুললেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ

সিরিজ শুরুর পর দুইদিনও কাটতে না কাটতেই শুরু হয়ে গেল সেই 'কিছু কথা'। আর তা শুরু করলেন ভারতীয়রাই উইকেটরক্ষক ঋষভ পন্থ। এরপর যোগ দিলেন অধিনায়ক বিরাটও। তবে যেকরম বিরাট ও স্টার্ক দুজনেই বলেছিলেন, সেই সব কথা কখনই মাত্রা ছাড়াল না। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া ঋষভের 'স্লেজিং' তো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই সময় অশ্বিন স্পিনের জালে জড়িয়ে ফেলছেন অস্ট্রেলিয় ব্য়াটারদের। ফিরে গিয়েছেন তাঁর প্রথম দুই শিকার, হ্যারিস ও মার্স। ক্রিজে ধীরে ধীরে জাঁকিয়ে বসছেন পিটার হ্যান্ডসকম্ব। সেই সময়ই পন্থকে উইকেটের পিছন থেকে বলতে শোনা যায়, 'কাম অন, সবাই তো আর পুজারা নয়'!

কাছাকাছিই ফিল্ডিং করছিলেন বিরাট। তিনিও বলে ওঠেন, 'কাম অন, বেঙ্গালুরুর কথা মনে কর'। প্রসঙ্গত ২০১৭ সালে বেঙ্গালুরুতে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে দুই ইনিংসে ১৬ আর ২৪ করেছিলেন হ্য়ান্ডসকম্ব। ভারতীয় স্পিনারদের খেলতেই পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বলেই উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার হাতে ধরা পড়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংস ১১২ রানেই গুটিয়ে গিয়েছিল। ভারত জিতেছিল ৭৫ রানে।

কেপটাউনে বল বিকৃতির ঘটনা ও কালচারাল রিভিউ মিটির রিপোর্টের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্রিকেটারদের মাঠের আচার আচরণের উপর কড়া নজর রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই আসন্ন সিরিজে কুখ্যাত অস্ট্রেলিয় স্লেজিং থাকবে কি থাকবে না এই নিয়েই কৌতূহল ছিল। আগলটা খুলল ভারতই। তবে ব্য়াটসম্য়ানদের উপর চাপ সৃষ্টি করতে এই ধরণের ছোট ছোট কথা কিন্তু ক্রিকেটকেই আরও আকর্ষণীয় করে তোলে।

English summary
It is Indians who got involved in the first sledging incident in the ongoing series against Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X