For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জেরে বাতিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ

করোনা ভাইরাসের জেরে বাতিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ

  • |
Google Oneindia Bengali News

ভয়াবহ আকার ধারণ করা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ বাতিল করে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিসিসিআই-র তরফে একথা জানানো হয়েছে। একই সঙ্গে দেশে চলতে থাকা সব ছোটখাটো ক্রিকেট টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সেই ম্যাচগুলি কবে শুরু হবে, তা জানানো হয়নি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

১২ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার ধর্মশালায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা ছিল। প্রবল বৃষ্টির জন্য সেই ম্যাচ ভেস্তে যায়। ১৫ মার্চ অর্থাৎ রবিবার ও ১৮ মার্চ অর্থাৎ বুধবার যথাক্রমে লখনৌ-র একানা স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দলের মধ্যে সিরিজের শেষ দুটি ওয়ান ডে হওয়ার কথা ছিল।

বাতিল সিরিজ

বাতিল সিরিজ

আশঙ্কা তৈরি হয়েছিল আগেই। সেটাই সত্যি হল। করোনা ভাইরাসের জেরে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান সিরিজ বাতিলই করল বিসিসিআই। শুক্রবার এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকা দলকে দিল্লি থেকে উড়ানে তাদের দেশে পাঠানো হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

করোনা ভাইরাসের প্রভাবে এবং ফ্রাঞ্চাইজিগুলির আপত্তিতে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল। তারপর ম্যাচ হলেও দর্শকশূন্য মাঠে ক্রিকেটাররা খেলতে নামবেন বলে বিসিসিআই-র তরফে জানানো হয়েছে।

করোনার প্রভাব

করোনার প্রভাব

নোবেল করোনার প্রভাবে বিশ্বে প্রায় পাঁচ হাজার মানুষের মৃ্ত্যু হয়েছে। প্রায় তিন লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। ভারতে প্রায় ৯০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। মারণ ভাইরাসের জেরে বেঙ্গালুরুতে এক ৭৬ বছরের বৃদ্ধের মৃত্যুও হয়েছে।

ইংল্য়ান্ড বনাম শ্রীলঙ্কা

ইংল্য়ান্ড বনাম শ্রীলঙ্কা

করোনা ভাইরাসের জেরে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজও বন্ধ করে দেওয়া হয়েছে। ১৯ মার্চ গালে দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল।

English summary
India vs South Africa ODI series has called off due to coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X