For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : মুখোমুখি চেন্নাই-মুম্বই, আরো একটি অসাধারণ ম্যাচের অপেক্ষায় চিপক

আইপিএলের চলতি মরশুমের প্রথম সাক্ষাতে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেদিন ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের চলতি মরশুমের প্রথম সাক্ষাতে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেদিন ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া।

আইপিএল : মুখোমুখি চেন্নাই-মুম্বই, আরো একটি অসাধারণ ম্যাচের অপেক্ষায় চিপক

এবার নিজেদের ঘরের মাঠ চিপকে সেই ম্যাচের বদলা নিতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির হলুদ সিংহরা। ক্যাপ্টেন কুলকে দেখে মনে না হলেও, ম্যাচ শুরুর আগে কিন্তু রীতিমতো চার্জড আপ রয়েছে চেন্নাই টিম। অন্যদিকে হাম কিসে সে কম নেহি গোছের মানসিকতা নিয়ে যুদ্ধের আগে প্র্যাকটিসে গা ঘামাতে কোনো কসুর করছেন না রোহিত শর্মার মেন ইন ব্লু-ও।

আইপিএলের যেকোনো ভেন্যুতে চেন্নাই ও মুম্বইয়ের ম্যাচকে চির-শত্রুর লড়াই হিসেবেই বিবেচিত হয়। এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তা মধ্যে চেন্নাই জিতেছে ১২টি ম্যাচ এবং মুম্বই জিতেছে ১৫টি ম্যাচ। সেদিক থেকে দেখলে চিপকের আজকের ম্যাচে রোহিতদের এগিয়ে রাখাকেই শ্রেয় বলে মনে হতে পারে। তাতে অন্য কয়েকটি রেকর্ডও কিন্তু অবহেলিত হতে পারে। যেমন, ২০১৫ সালে এই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারার পর ঘরের মাঠ চিপকে পর পর ১৭ ম্যাচ অপরাজিত রয়েছে ইয়েলো আর্মি। আর এই পরিসংখ্যানই ভাবাচ্ছে রোহিত শর্মাদের।

চিন্তার অন্য দিক, এক সময় মুম্বইয়ের জার্সিতে খেলে যাওয়া মিস্টার টার্বুনেটরের চেন্নাইয়ের জার্সিতে খেলতে নামা। মুম্বই দলের খামতি নিয়ে ওয়াকিবহাল হরভজন সিংয়ের অভিজ্ঞতাকে চেন্নাই এই ম্যাচে কাজে লাগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তার মধ্যে ক্যাপ্টেন কুলের মস্তিষ্ক, শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, আম্বাতি রায়ডু, কেদার যাদব, ডোয়াইন ব্রাভোদের ফর্ম মুম্বইকে ক্ষতবিক্ষত করতে পারে বলেই ধারণা। অন্য তরফে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পাণ্ডিয়া, জসপ্রীত বুমরারা চেন্নাইকে ছেড়ে কথা বলবে, এমনটা মনে করার কারণ নেই।


দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহার, হরভজন সিং, ইমরান তাহির

মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, বেন কাটিং, মায়াং মারকাণ্ডে, রাহুল ছাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা

English summary
IPL 2019 : Chepauk is set for another arch rivals CSK-MI clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X