For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, সূচী ঘোষণা হতেই সিএসকে বনাম আরসিবি টুইট-যুদ্ধ! শান্তি ফিরল আলিঙ্গনের ছবিতে

আইপিএল ২০১৯-এর প্রথম ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী দল সিএসকে এবং আরসিবি একটি মজার টুইটার যুদ্ধ শুরু করেছিল যা অবশেষে একটি সুন্দর ছবি দিয়ে শেষ হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)-ই আইপিএল ২০১৯ সময়সূচী ঘোষণা করেছে বিসিসিআই। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আপাতত ২ সপ্তাহের সূচী জানানো হয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পরই বাকি সূচী জানানো হবে। ২ সপ্তাহে মোট ১৭টি ম্যাচ হবে। ২টি ঘরের মাঠে, ২টি বাইরে করে অন্তত ৪টি করে ম্য়াচ খেলতেই হবে প্রতিটি দলকে।

২৩ মার্চ এইবারের আইপিএল-এর উদ্বোধনি দিনেই মুখোমুখি হচ্ছে দুই দক্ষিণ ভারতীয় দল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সিএসকে-র ঘরের মাঠে শক্তিশালী আরসিবির মোকাবিলা যে জমে উঠবে তাতে সন্দেহ নেই। মাঠে বল পড়ার একমাসেরও বেশি আগেই দুই দল জড়িয়ে পড়ল টুইটারে কথার যুদ্ধে। তবে সেই লড়াই সাঙ্গ হল এক সুন্দর ছবি দিয়ে।

প্রথম চাল আরসিবির

সময়সূচী ঘোষণার পরই সিএসকে প্রথম গুলিটা ছোঁড়ে আরসিবিই। সরকারি টুইটার হ্যান্ডেলে লেখে আইপিএল-এর স্টার্টার হিসেবে রয়েছে মশালাদার দক্ষিণী ডার্বি। যদিও তারা মিস্টি সম্বর পছন্দ করে।

সিএসকের মোক্ষম জবাব

এর জবাবে সিএসকে তাদের জার্সির রঙও হলুদ সেটা স্মরণ করিয়ে দিয়ে আরসিবি-কে বলে সম্বরের রঙ হলুদই তো হয়।

ভক্তদের প্রতিক্রিয়া

দুই আইপিএল দলের এই মশলাদার বাক-যুদ্ধে অংশ নেন ভক্তরাও। চেন্নাই সুপার কিংস-এর জবাবে এক আইপিএল-ভক্ত এইভাবেই প্রতিক্রিয়া জানান।

চেন্নাইয়ের শান্তি উদ্যোগ

সিএসকের টুইট জবাবে কথা বন্ধ হয়ে গিয়েছিল আরসিবির। দাওয়াইটা বেশি কড়া হয়ে গিয়েছে বুঝেই সম্ভবত তারা এই দুর্দান্ত ছবিটি পোস্ট করে।

শান্তি প্রস্তাব মানল আরসিবি-ও

এরপর আরসিবি-ও নিজেদের দ্বন্দ্ব ছেড়ে দুই মহান ক্রিকেট তারকার প্রশংসায় মাতে।

চুপ থাকল না মুম্বই ইন্ডিয়ান্স-ও

দুই দক্ষিণী দলের এই টক্করে চুপ করে বসে থাকতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স-ও। তাদের সঙ্গে চেন্নাইয়ের টক্করও আইপিএল-এর একটি অন্যতম আকর্ষণ সেই কথা মনে করিয়ে দিয়েছে।

মেনে নিল সিএসকে

এমআই-এর সঙ্গে একমত হয়েছে সিএসকেও।

English summary
Clamour to boycott India-Pakistan clash in ICC World Cup 2019 is growing in the wake of Pulwama terror attack. Let's take a look who at said what on this debate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X