For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : দিল্লির কাছ থেকে শীর্ষ স্থান ছিনিয়ে নিতে চায় চেন্নাই

চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের ফার্স্ট বয়ের মুখোমুখি সেকেন্ড বয়।

চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।

দুই দলই ইতিমধ্যে প্রতিযোগিতার প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছে। তাই তাদের লড়াই, সেরা দল হিসেবে আইপিএলের নক আউট স্টেজে খেলতে নামা। তাই ঘরের মাঠে দিল্লি তো বটেই, বাকি থাকা একটি ম্যাচও জিতে সরাসরি প্রথম কোয়ালিফায়ার খেলাই এখন মূল লক্ষ্য মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, শেন ওয়াটসন, কেদার যাদবদের চেন্নাইয়ের।

আইপিএল : দিল্লির কাছ থেকে শীর্ষ স্থান ছিনিয়ে নিতে চায় চেন্নাই

একই লক্ষ্যে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থদের দিল্লি ক্যাপিটালসও। এই ম্যাচ তাদের কাছে বদলারও বটে। আইপিএলের চলতি মরশুমে এর আগে ফিরোজ শাহ কোটলাতে মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে ধোনির দলের কাছে ছয় উইকেটের হার হজম করতে হয়েছিল রাজধানীর দলকে। তাই এবার বিন্দুমাত্র ভুল করতে রাজি নয় শ্রেয়াস আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থরা।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশিরভাগ বিদেশি খেলোয়াড় তাঁদের দেশে ফিরে যাওয়ায় দুটি দলেই বেশকিছু পরিবর্তন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ খেলতে নাও পারেন মহেন্দ্র সিং ধোনিও।

দুই দলের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি বা মুরলি বিজয়, সুরেশ রায়না (অধিনায়ক), আম্বাতি রায়ডু (উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়াইন ব্রাভো বা মিচেল স্টার্ক, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহার, হরভজন সিং, ইমরান তাহির, শার্দুল ঠাকুর।

দিল্লি ক্যাপিটালস : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, শেরফেন রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, সন্দীপ লামিচ্ছানে, ইশান্ত শর্মা।

English summary
IPL 2019 : CSK wants to pip Delhi from top spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X