For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্থর নিষ্প্রাণ উইকেট, ১৩০-এরও নিচে আটকে গেল দিল্লির ইনিংস! কঠিন পরীক্ষায় সানরাইজার্স

দিল্লিতে অত্যন্ত মন্থর উইকেট দিল্লি ক্যাপিটাল্স-এর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৩০কম রান করল। 

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ফের মন্থর উইকেট দেখা গেল। প্রথম থেকেই রান তুলতে সমস্যায় পড়েছিল দিল্লি ক্যাপিটাল্স। একদিক ধরে রেখে যেটুকু রান করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (৪১ বলে ৪৩)। এদিনও বল হাতে দাপালেন নবি-রশিদ। ভালো বল করল গোটা সানরাইজার্সের সব বোলাররাই। ১২৯ রানেই শেষ হল দিল্লি ক্যাপিটাল্সের ইনিংস।

মন্থর নিষ্প্রাণ উইকেট, ১৩০-এরও নিচে থামল দিল্লি

এদিন ৯ ওভারের মধ্যেই মাত্র ৫২ রান তুলতে না তুলতে ৩ উইতকেট হারিয়েছিল দিল্লি। ধাওয়ান (১৪ বলে ১২), পৃথ্বি (১১ বলে ১১), পন্থ (৭ বলে ৫), তেওটিয়া (৭ বলে ৫) কেউ রান পাননি। শেষএর দিকে ক্রিস মরিস (১৫ বলে ১৭) ও অক্ষর প্যাটেল (১৩ বলে ৩) -এর চেষ্টায় কোনওরকমে ১২৯ রানে পৌঁছায় দিল্লি। কিন্তু এই উইকেটে রাইজার্সের বিদেশী নির্ভর ব্য়াটিং-এর পক্ষেও রানটা তোলা কঠিন।

সামরাইজার্স এদিন ৫ বোলার খেলায়। প্রত্যেকেই উইকেট পেয়েছেন। আলাদা করে বলতে হবে দুই আফগান স্পিনার মহম্মদ নবি (২১-২) ও রশদ খান (১৮-১)-এর কথা।

English summary
Delhi scored just under 130 runs against SunRisers Hyderabad in a very sluggish wicket at Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X