For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি চেন্নাই-দিল্লি, কে কোথায় দাঁড়িয়ে

শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। হার্ট ব্রেকিং এলিমিনেটরে সানরাইজার্স হায়দাবাদকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে শ্রেয়স আইয়ার ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। হার্ট ব্রেকিং এলিমিনেটরে সানরাইজার্স হায়দাবাদকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে শ্রেয়স আইয়ার ব্রিগেড। অন্যদিকে, প্রথম কোয়ালিফারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার বরদাস্ত করা মহেন্দ্র সিং ধোনির হলুদ সিংহরা ঘুরে দাঁড়াতে মরিয়া। তুল্যমূল্য টক্করের আশায় আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের রেকর্ড, শক্তি ও দুর্বলতা।

আইপিএলে মুখোমুখি দুই দল

আইপিএলে মুখোমুখি দুই দল

এখনও পর্যন্ত আইপিএলে ২০ বার মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। তার মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। দিল্লি জিতেছে মাত্র ৬টিতে। এমনকী আইপিএলের চলতি মরশুমেও দুটি ম্যাচেই শ্রেয়াস আইয়ার বাহিনীকে হারিয়েছে চেন্নাই।

প্লে অফ ক্যারিশমা

প্লে অফ ক্যারিশমা

এখনও পর্যন্ত আইপিএলের নক আউট স্টেজে একবারই সাক্ষাৎ হয়েছিল দুই দলের। ২০১২-র ওই ম্যাচে দিল্লিকে হারিয়েছিল চেন্নাই। সবমিলিয়ে প্লে-অফের ১৯ ম্যাচের ১২টি জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল।

অন্যদিকে, প্রথম ও দ্বিতীয় আইপিএলে সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছিল দিল্লিকে। ২০১২ সালেও ট্রফির কাছে গিয়েও ফিরে আসা এই দলের প্লে-অফ ক্যারিশমা কিন্তু তথৈবচ।

বিশাখাপত্তনমে আইপিএল

বিশাখাপত্তনমে আইপিএল

বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের এগারোটি ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করা দল ৬ বার এবং পরে ব্যাট করা দল ৫ বার ম্যাচ জিতেছে। এই মাঠেই এলিমিনেটরে হায়দরাবাদকে দিল্লি হারালেও, এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পয়া বলে মনে করা হয়।

 দিল্লি-চেন্নাইয়ের শক্তি

দিল্লি-চেন্নাইয়ের শক্তি

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের ভরসা তাদের ব্যাটিং লাইন-আপ। শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, রিষভ পন্থ, কলিন ইনগ্রামদের আটকানোই চেন্নাই সুপার কিংসের কাছে বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, চেন্নাই দলের মূল স্তম্ভ ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক। একই সঙ্গে শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, কেদার যাদব, সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজাদের ব্যাট একসঙ্গে চললে চেন্নাইকে ঠেকানো মুশকিল হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ইমরান তাহির, হরভজন সিংয়ের ফর্ম হলুদ ব্রিগেডকে আশা জোগাচ্ছে।

দুই দলের দুর্বলতা

দুই দলের দুর্বলতা

চোটের জন্য হয়তো এই ম্যাচেও খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি কাগিসো রাবাদা। সেক্ষেত্রে এই ম্যাচেও বোলিং বিভাগ দিল্লি দলকে ভোগাতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানে চেন্নাই সুপার কিংসের একমাত্র দুর্বলতা ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব। যা প্রথম কোয়ালিফায়ারেও ধোনিদের ভোগাতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।

English summary
IPL 2019: Head to head record of CSK and DC ahead of 2nd Qualifier
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X