For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ বল বাকী থাকতে পাঞ্জাবের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। এদিনের ম্যাচে যে জিতবে সেই দল প্লে অফের দৌড়ে টিকে যাবে।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। এদিনের ম্যাচে যে জিতবে সেই দল প্লে অফের দৌড়ে টিকে যাবে। যে দল হারবে সেই দল প্লে অফ থেকে দূরে ছিটকে যাবে। কলকাতা নাইট রাইডার্স ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। আর কিংস ইলেভেন পাঞ্জাবও ১২ ম্যাচে সমসংখ্যক ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে। এই অবস্থায় মোহালির মাঠে কারা বাজিমাত করে এখন সেটাই দেখার।

১২ বল বাকী থাকতে পাঞ্জাবের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল কলকাতা নাইট রাইডার্স

দেখুন ম্যাচের সমস্ত আপডেট

Newest First Oldest First
11:27 PM, 3 May

১২ বল বাকী থাকতেই ১৮তম ওভারে ১৮ রান তুলে ফেললেন অধিনায়ক দীনেশ কার্তিক। কলকাতা জিতল ৭ উইকেটে।
11:21 PM, 3 May

১৭ ওভার শেষে কলকাতা তুলল ১৬৬ রান ৩ উইকেটে।
11:14 PM, 3 May

১৬ ওভার শেষে কলকাতা তুলল ১৫৭/৩।
11:10 PM, 3 May

১৫ ওভার শেষে কলকাতা ১৫১/৩। রাসেল ২৪ রানে শামির বলে আউট।
11:09 PM, 3 May

১৪.৫ ওভারে শামির বলে ২৪ রানে আউট রাসেল। কলকাতা ১৫ ওভার শেষে তুলল ৩ উইকেটে ১৫১ রান।
11:08 PM, 3 May

১৪.৩ বলে ১৫০ রান পার করল কলকাতা।
11:00 PM, 3 May

শেষ হল ১৪তম ওভার। রাসেলের ক্যাচ মিস করলেন ময়াঙ্ক আগরওয়াল। কলকাতা ২ উইকেটে করল ১৪৫ রান।
10:56 PM, 3 May

৩৬ বলে অর্ধশতরান করলেন শুভমান গিল। ১৩ ওভার শেষে উঠল ১২৮ রান।
10:51 PM, 3 May

১২ ওভারের পর উঠল ১১০/২। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
10:51 PM, 3 May

অশ্বিনের বলে ২২ রানে আউট উথাপ্পা। ১১ ওভার শেষে কলকাতা তুলল ২ উইকেটে ১০২ রান।
10:50 PM, 3 May

১০ ওভার শেষে উঠল ৯৮/১। গিল-উথাপ্পা জুটি ক্রিজে জমে গিয়েছে।
10:36 PM, 3 May

নবম ওভারে এল ১৭ রান। কলকাতা ৯০/১। ক্রিজে উথাপ্পা ২০ ও গিল ২৩ রানে অপরাজিত।
10:32 PM, 3 May

অশ্বিনের বলে এই ওভারে উঠল ৪ রান। কলকাতা ৮ ওভার শেষে তুলল ৭৩/১।
10:29 PM, 3 May

৭ ওভার শেষে কলকাতা তুলল ৬৯/১। ক্রিজে উথাপ্পা-গিল জুটি।
10:24 PM, 3 May

৬ ওভার শেষে কলকাতা ৬২/১। ২২ বলে ৪৬ রানে টাইয়ের বলে আউট হলেন লিন।
10:22 PM, 3 May

শেষ হল পঞ্চম ওভার। কলকাতা তুলল বিনা উইকেটে ৪৭ রান।
10:18 PM, 3 May

৪ ওভার শেষে কলকাতা তুলল ৩৫/০।
10:11 PM, 3 May

তিন ওভার শেষে কলকাতার রান ২০/০।
10:07 PM, 3 May

২ ওভার শেষে কলকাতা তুলল ১৩/০।
10:03 PM, 3 May

ব্যাট করতে নামল কলকাতা। ওপেন করছেন ক্রিস লিন ও শুভমান গিল। ১ ওভার শেষে উঠল ৩ রান।
9:44 PM, 3 May

মাত্র ২৩ বলে ৫০ রান করলেন স্যাম কারান। পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান তুলল। শেষ ওভারে হ্যারির বলে এল ২২ রান।
9:39 PM, 3 May

১৯ ওভার শেষে পাঞ্জাব ১৬১/৬।
9:39 PM, 3 May

১৮.১ ওভারে রাসেলের বলে ০ রানে ফিরলেন রবি অশ্বিন।
9:32 PM, 3 May

শেষ হল ১৮তম ওভার। পাঞ্জাব তুলল ৫ উইকেটে ১৫১ রান।
9:29 PM, 3 May

আইপিএল Live : ১৭.৩ ওভারে পাঞ্জাবের স্কোর ১৪৯/৫

আউট মনদ্বীপ সিং। ১৭.৩ ওভারে পাঞ্জাবের স্কোর ১৪৯/৫।
9:29 PM, 3 May

আইপিএল Live : ১৭.৩ ওভারে পাঞ্জাবের স্কোর ১৪৯/৫

আউট মনদ্বীপ সিং। ১৭.৩ ওভারে পাঞ্জাবের স্কোর ১৪৯/৫।
9:25 PM, 3 May

আইপিএল Live : ১৭ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৪৭/৪

সুনীল নারিনের ওভারে এল ১৫ রান। ১৭ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৪৭/৪।
9:20 PM, 3 May

আইপিএল Live : ১৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৩২/৪

আন্দ্রে রাসেলের ওভারে এল ৭ রান। ১৬ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৩২/৪।
9:16 PM, 3 May

আইপিএল Live : ১৫ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১২৫/৪

ক্রিজে মনদ্বীপ সিং ও সাম কুরান। পীয়ূষ চাওলার ওভারে এল ১০ রান। ১৫ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১২৫/৪।
9:10 PM, 3 May

আইপিএল LIVE : ১৪ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১১৫/৪

১৪ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১১৫/৪।
READ MORE

English summary
IPL 2019 : KKR vs KXIP match at Mohali, get the live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X