For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কের নয়, ইডেনে অন্য ঝড় চায় কিংস ইলেভেন! কী হতে পারে দুই দলের প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব, আইপিএল ২০১৯-এর ম্যাচের প্রিভিউ। এছাড়াও, জেনে নিন উভয়পক্ষের প্রত্যাশিত প্রথম একাদশ।

  • |
Google Oneindia Bengali News

বুধবার আইপিএল-২০১৯ মরসুমে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্য়াচে একেবারে হারের মুখ থেকে রাসেলের অবিশ্বাস্য প্রচেষ্টায় জয় পাওয়ার পর এখন মনোবলের তুঙ্গে নাইটরা। অন্যদিকে প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব, জয়পুরে রাজস্থান রয়্য়ালসকে হারালেও তাদের তাড়া করছে 'ম্যানক্যাড' বিতর্ক।

তবে এদিনের ম্য়াচ জমে যেতে পারে দুইপক্ষের ক্যারিবিয়ান ক্রিকেটারদের দ্বৈরথে। প্রাক্তন নাইট ক্রিস গেইল ইডেনের মাঠের সঙ্গে ভালো মতোই পরিচিত। প্রথম ম্যাচে মূলত তাঁর ইনিংসে ভর দিয়েই সোয়াই মান সিং স্টেডিয়ামে বড় ইনিংস গড়েছিল পঞ্জাব। গেইলের জবাবে নাইট শিবিরে আছেন রাসেল। শুরুতে ঝড় তুলতে পারেন নারাইন-ও।

কেকেআর দলের খবর

কেকেআর দলের খবর

প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সুনীল নারাইন। তাই তাঁকে ওপেন করতে পাঠায়নি নাইট রাইডার্স। কিন্তু এই ম্যাচের পর টানা চারটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে কেকেআর-কে। তাই সামান্য চোট থাকলেও নারাইনকে খেলানো হবে বলেই জানা যাচ্ছে। তিনি এদিন ব্য়াটিং ওপেনও করতে পারেন। তবে প্রথম ম্য়াচের পর কেকেআর সহকারী কোচ সাইমন ক্যাটিচ জানিয়েছেন, প্রতি ম্য়াচেই ব্যাটিং লাইন আপে চমক থাকবে। দীনেশ কার্তিক ও ক্রিস লিন এই ম্য়াচেই রান পাবেন বলে আশা রয়েছে। গেইলদের থামাতে কুলদীপ, ফার্গুসন, নারাইনদের উপরই ভরসা রাখছে কেকেআর। তবে সবচেয়ে বড় ভরসা ৩০০ পুশ-আপ দেওয়া আন্দ্রে রাসেল।

কিংস ইলেভেন পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাব

ইডেনে বিতর্ক পিছনে ফেলে নতুন করে শুরু করতে চাইছেন অশ্বিনরা। বিতর্কের ঝড় নয়, ইডেনে ফের গেইল ঝড় উঠুক এটাই কামনা। তবে জয়পুরে রান পাননি তাঁদের আরেক বিস্ফোরক ওপেনার কেএল রাহুল। ইডেনে তাঁর ব্য়াট থেকেও রান আশা করছে কিংস ইলেভেন। সরফরাজ খান, মায়াঙ্ক আগরওয়ালের উপরই ভরসা করা হবে। জয়পুরে কিন্তু বেশ মার খেয়েছিলেন ন মহম্মদ শামি। ইডেন কিন্তু বাংলার জোরে বোলারের ঘরের মাঠ। আরেক ভরসা স্যাম কুরান। স্পিন বিভাগও কিন্তু ভয়ঙ্কর।

দ্বৈরথের ইতিহাস

দ্বৈরথের ইতিহাস

মোট ম্য়াচ - ২৩

কেকেআর জয়ী - ১৫

কিংস ইলেভেন পঞ্জাব জয়ী - ৮

ইডেনের ইতিহাস - ১০ ম্যাচের মধ্যে কেকেআর জয়ী হয়েছে ৭ বার

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

কেকেআর - ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, পিযুষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণ, ও লোকি ফার্গুসন

কিংস ইলেভেন পঞ্জাব: ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মনদিপ সিং, মুজিব উর রহমান, মহম্মদ শামি, ও অঙ্কিত রাজপুত।

English summary
The preview of Kolkata Knight Riders and Kings Eleven Punjab IPL 2019 match at Kolkata. Also, find out the expected first eleven of both sides.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X