For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআর বনাম হায়দরাবাদ - ইডেনে কে এগিয়ে, জেনে নিন সব পরিসংখ্যান

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ - পরিসংখ্যান পূর্বরূপ।

Google Oneindia Bengali News

রবিবার আইপিএল ২০১৯-এর দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে আইপিএল অভিয়ান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের ঘরের মাঠে দুই দল এর আগে ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৫বার জিতেছে নাইটরা, বাকি ২বার সানরাইজার্স।

মজার ব্যাপার, ২০১৩ থেকে ২০১৭, টানা চার বছর হায়দারাবাদের দলের বিরুদ্ধে ইডেনে অপরাজিত থাকার পর গত আইপিএল-এ ঘরের মাঠে ২ বার কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে পরাজিত হয়েছে।

আরও একবার দুই দল মুখোমুখি হওয়ার আগে এক নজরে দেখে নেওযা যাক ইডেন গার্ডেন্সের মাটে দুই দলের দ্বৈরথের পরিসংখ্যান -

ব্যাটিং পরিসংখ্যান

ব্যাটিং পরিসংখ্যান

সর্বোচ্চ ইনিংস - ১৮০/৪, কেকেআর, ২০১৩

সর্বনিম্ন ইনিংস - ১৩২, এসআরএইচ, ২০১৩ ও ২০১৫

সর্বোচ্চ রান - ১৯৮, ইউসুফ পাঠান (১৭৮ রান কেকেআর জার্সিতে, ২০ রান এসআরএইচ-এর হয়ে)

এক ম্য়াচে সর্বোচ্চ ব্যক্তিগত রান - ৭২, ইউসুফ পাঠান (কেকেআর), ২০১৪

মোট অর্ধরান - ৬

মোট ছয় - ৭৬

বোলিং পরিসংখ্যান

বোলিং পরিসংখ্যান

সর্বোচ্চ উইকেট - ১০, ভুবনেশ্বর কুমার (এসআরএইচ)

সেরা বোলিং - ৩৮/৪, কর্ণ শর্মা (এসআরএইচ), ২০১৪

ফিল্ডিং পরিসংখ্যান

ফিল্ডিং পরিসংখ্যান

উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ শিকার - ৪, রবিন উথাপ্পা (কেকেআর)

সর্বোচ্চ ক্যাচ - ৩, মোজেস এনরিকেস, কেন উইলিয়ামসন, রশিদ খান, (এসআরএইচ), মনীশ পাণ্ডে, সাকিব আল হাসান (কেকেআর জার্সিতে ১টি, এসআরএইচ-এর হয়ে ২টি), মনোজ তিওয়ারি (কেকেআর)।

English summary
Kolkata Knight Riders vs SunRisers Hyderabad at Eden Gardens - statistical preview. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X