For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাথায় এখন আইপিএল - আরসিবি জার্সিতে কোনটি তাঁর 'গেম-বানেগা-নেম' মুহূর্ত, বেছে নিলেন বিরাট

আইপিএল ২০১৯-এর আগে, আরসিবি-র হয়ে সবচেয়ে স্মরণীয় ম্যাচ হিসেবে বিরাট কোহলি ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা ম্যাচটিকে বেছে নিলেন। 

Google Oneindia Bengali News

বিশ্বকাপের আগে ভারতের হাতে আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনও কর্মসূচী পড়ে নেই। বিরাট কোহলিকে ফের ভারতীয় জার্সিতে টস করতে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চেই। শুক্রবার থেকেই 'আইপিএল মোড' অন করলেন বিরাট। বেছে নিলেন তাঁর #গেমবানেগানেম মুহূর্ত।

বিরাটের গেম-বানেগা-নেম ম্যাচ কোনটি

#গেমবানেগানেম, অর্থাত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিকে যে ম্যাচ বিরাটের কাছে সবতচেয়ে স্মরণীয় হয়ে আছে, সেটি অবশ্য আইপিএল-এর ম্যাত নয় এবং ভারতের মাটিতেও খেলা নয়।

২০১০সালের চ্যাম্পিয়ন্স লিগ টি২০-এর ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ডারবানে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল আরসিবি। সেই ম্য়াচে বিরাট ৪৯ রান করলেও একেবারে শেষ বলে আরসিবি হারতে হয়েছিল। কিন্তু সেই ম্য়াচটাই বিরাটের স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে।

বিরাট জানিয়েছেন, সেই ম্য়াচে আরসিবির সবাই ব্যর্থ হয়েছিল, একা তরুণ বিরাট শেষ পর্যন্ত খেলে গিয়েছিলেন। তখনকার মুম্বই দলে ছিলেন সচিন তেন্ডুলকার, হরভজন সিং, জাহির খানদের মতো বড় নাম। জাহিরই শেষ ওভার করেছিলেন। বিরাট সেই য়ুদ্ধটা জিততে না পারলেও সচিন, হরভজন, জাহিররা দেখেছিলেন তাঁর লড়াই। বুঝেছিলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত কে।

আর তাই ওই ইনিংসটিকে তাঁর কেরিয়ারের অন্যতম উজ্জ্বল মুহূর্ত বলে মনে করেন বিরাট কোহলি। আর তাকেই তিনি নিজের #গেমবানেগানেম মুহূর্ত হিসেবে চিহ্ণিত করেছেন।

English summary
Ahead of IPL 2019, Virat Kohli picked out the Champions League T20 game in 2010 against Mumbai Indians as his most memorable match for RCB.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X