For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯ : ইডেনে দিল্লির বিরুদ্ধে বদলার ম্যাচে নামছে কলকাতা

কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটলসের মধ্যে আইপিএলের ছাব্বিশতম ম্যাচে আগ্রহের বিষয় মূলত তিনটি।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটলসের মধ্যে আইপিএলের ছাব্বিশতম ম্যাচে আগ্রহের বিষয় মূলত তিনটি।

আইপিএল ২০১৯ : ইডেনে দিল্লির বিরুদ্ধে বদলার ম্যাচে নামছে কলকাতা

প্রথম, যথারীতি জামাইকান টর্নেডো আন্দ্রে রাসেলের সঙ্গে সাউথ আফ্রিকান হ্যারিকেন কাসিগো রাবাডার লড়াই।

দ্বিতীয়, দিল্লির বিরুদ্ধে আগের ম্যাচে সুপার ওভারে হারের পর, ঘরের মাঠে কলকাতার কাছে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ।

তৃতীয়, ঐতিহাসিক ইডেন গার্ডেন ফের সাক্ষী হতে চলেছে আরো এক, সৌরভ-শাহরুখ মহারণের। তারা কেউ মাঠে নামবেন না ঠিকই। তবে পরার্শদাতা হিসেবে দিল্লির ডাগ-আউটে বাংলার মহারাজের উপস্থিতি, সন্দেহাতীতভাবে কেকেআরের চিন্তা বাড়াবে। ইডেন গার্ডেনকে হাতের তালুর মতো চেনা, দাদার মস্তিষ্ক যে এই ম্যাচে দিল্লি ব্যবহার করবে, তা নিশ্চিত ভাবেই বলা যায়। পাশাপাশি ইডেনে ঘরের ছেলের উপস্থিতি, মাঠে দর্শকদের বিভক্ত করতে পারে বলেও আশঙ্কা করছে শাহরুখের কেকেআর।

অন্যদিকে, আরো একবার রাসেল ধামাকা দেখার অপেক্ষায়, ক্রিকেটের মক্কা। প্রতিপক্ষের প্রধান বোলার, কাসিগো রাবাডা, রাসেল ঝড়ের পথে বাধা হতে পারেন, এমন আশঙ্কা কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে আপাতত গুরুত্বহীন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জামাইকান টর্নেডোর ঝকঝকে ৫০, কেকেআর ফ্যানদের বাড়তি ভরসা জোগাচ্ছে। সঙ্গে ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিকদের ব্যাট একসঙ্গে চললে তো আর কথাই নেই।

ওদিকে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের দিল্লি ক্যাপিটালস তাকিয়ে, তাদের অল-রাউন্ড পারফর্ম্যান্সের দিকে। কাসিগো রাবাডাদের বোলিং, পন্থদের ব্যাটিং কামাল করলে, কেকেআরের সমস্যা বাড়তে পারে বইকি। এর আগে, দিল্লির ঘরের মাঠ ফিরোজ শা কোটলায়, তুল্যমূল্য লড়াইয়ের পর, সুপার ওভারে হেরে যায় কলকাতা। ইডেনে তার বদলা নিতে কেকেআরের খেলোয়াড়েরা, এই ম্যাচে বিন্দুমাত্র ভুল করতে চাইছেন না। ম্যাচ ঘিরে সিটি অফ জয়ে উন্মাদনা তুঙ্গে।

English summary
IPL 2019: Kolkata wants revenge against Delhi in home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X