For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : ইডেনে কলকাতার বিরুদ্ধে ফেভারিট মুম্বই

এদিন ইডেন গার্ডেন্সে আর এক রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

  • |
Google Oneindia Bengali News

এদিন ইডেন গার্ডেন্সে আর এক রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করেছে। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। রোহিত শর্মার দল এই ম্যাচে ভালো পারফর্ম করলে সরাসরি প্লে অফে উঠে যাবে। আর কলকাতা ভালো পারফর্ম করলে প্লে অফের দৌড়ে ভেসে থাকবে।

আইপিএল : ইডেনে কলকাতার বিরুদ্ধে ফেভারিট মুম্বই

রোহিত শর্মার দল আরও দুটি ম্যাচে সুযোগ পাবেন ২ পয়েন্ট ঘরে তোলার। তবে কলকাতা চিত্রটা ততটা ভাল নয়। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দীনেশ কার্তিকের দল লিগ টেবিলে ধুঁকছে। সাত নম্বরে থাকা কলকাতা একটা সময় টুর্নামেন্টে অনবদ্য শুরু করেছিল। তবে পরপর ছটি ম্যাচ হেরে এখন লিগ তালিকার সাত নম্বরে রয়েছে কলকাতার নাম।

একমাত্র আন্দ্রে রাসেল ছাড়া কেউ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেননি। ওপেনিংয়ে ক্রিস লিন ও সুনীল নারিন জুটি, রবীন উথাপ্পা, নীতীশ রানা, দীনেশ কার্তিক কেউ নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। যার ফলে কলকাতা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গিয়েছে।

বোলিং বিভাগের অবস্থা আরও খারাপ। প্রথম পাওয়ার প্লে-তে কলকাতায দল হিসাবে সবচেয়ে নিকৃষ্ট পারফর্ম করেছে। যারা সবচেয়ে কম উইকেট তুলতে পেরেছে। বিপক্ষের উইকেট তুলতে না পারাযই কলকাতাকে বেশিরভাগ ম্যাচে চাপে ফেলে দিয়েছে। পেস বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ, হ্যারি গার্নি, কুলদীপ যাদব, পীযূষ চাওলা ও সুনীল নারিনরা একের পর এক ম্যাচে গুরুত্বপূর্ণ সময় উইকেট নিতে ব্যর্থ হয়েছেন।

যার নিট ফল, কলকাতা লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে। এদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এদিন হারলে কলকাতার প্লে-অফের আশা একেবারে শেষ হয়ে যাবে। আর সামনে রয়েছে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল মুম্বই। শুধু শক্তিশালী দল বলেই নয়, এই মুম্বই বরাবর কলকাতার সব গাঁট। প্রায় প্রতিটি মরশুমেই মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার জেতার রেকর্ড অত্যন্ত শোচনীয়। গত ১০ বছরে আইপিএলে মুম্বইয়ের কাছে বারবার কলকাতাকে হারতে হয়েছে। এই অবস্থায় কলকাতার যে তিনটি ম্যাচ বাকি আছে, তার মধ্যে দুটি মুম্বইয়ের বিরুদ্ধে।

ফলে কলকাতার প্লে অফে ওঠা অত্যন্ত কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মুম্বই ওয়াংখেড়ে হোক অথবা ইডেন বারবার কলকাতাকে পরাস্ত করেছে। ইডেন আবার রোহিত শর্মার পয়া মাঠ। এখানে ২০১২ সালে তিনি কলকাতার বিরুদ্ধে শতরান করেন। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক বড় ইনিংস রয়েছে রোহিতের। এই অবস্থায় ভাঙাচোরা দল নিয়ে কলকাতা মুম্বইয়ের বিরুদ্ধে কতটা বেগ দিতে পারে এখন সেটাই দেখার।

English summary
IPL 2019 : Mumbai will clear favourites against KKR.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X