For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর পর দুই ঝকঝকে পঞ্চাশ, নীতিশের মাথায় কমলা টুপি! তবু ফর্ম নিয়ে চিন্তিত নাইট ব্যাটসম্যান

কেকেআর-এর হয়ে পর পর দুটি পঞ্চাশ রানের ইনিংস খেলা সত্ত্বেও নীতিশ রানা তাঁর ফর্ম বজায় রাখার ব্যাপারে উদ্বিগ্ন, কারণ সাধারণত আইপিএলে দ্রুতই তাঁর ফর্ম পড়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

সানরাইজার্স ম্যাচে নারাইনের হাল্কা চোট থাকায় ওপেন করেছিলেন নীতিশ রানা। বুধবার কিংস ইলেভেন ম্যাচে খেলেছেন চার নম্বরে। দুই ম্যাচে রান করেছেন যথাক্রমে ৪৭ বলে ৬৮ ও ৩৪ বলে ৬৩। ফলে দুই ম্যাচে ১৩১ রান নিয়ে ঋষভ পন্থ (১০৩) কে টপকে এখন আইপিএল-এর কমলা টুপির মালিক কেকেআর ব্যাটসম্য়ানই। গড় ৬৫.৫০, স্ট্রাইক রেট ১৬১. ৭৩।

পর পর দুই ঝকঝকে পঞ্চাশ, নীতিশের মাথায় কমলা টুপি

এরপর যে কোনও ব্যাটসম্যানেরই আত্মবিশ্বাসে টগবগ করে ফোটার কথা। নীতিশ আত্মবিশ্বাসী, কিন্তু তারপরেও ফর্ম হারানোর ভয় যাচ্ছে না তাঁর। আসলে ঘর পোড়া গরু তো তিনি। গত দুই বছরও আইপিএল-এ যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআর-এর হয়ে দারুণ শুরু করেও কয়েক দিন যেতে না যেতেই নেতিয়ে গিয়েছিল তাঁর ফর্ম। তাই এবার এখনই খুশি হতে পারছেন না তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Scintillating knock by the Southpaw 💪 <a href="https://twitter.com/hashtag/KKRvKXIP?src=hash&ref_src=twsrc%5Etfw">#KKRvKXIP</a> <a href="https://twitter.com/hashtag/VIVOIPL?src=hash&ref_src=twsrc%5Etfw">#VIVOIPL</a> <a href="https://twitter.com/hashtag/KKRHaiTaiyaar?src=hash&ref_src=twsrc%5Etfw">#KKRHaiTaiyaar</a> <a href="https://t.co/FdhvsVMeED">pic.twitter.com/FdhvsVMeED</a></p>— KolkataKnightRiders (@KKRiders) <a href="https://twitter.com/KKRiders/status/1110931438260678656?ref_src=twsrc%5Etfw">March 27, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই বছর তাঁর রাজ্য দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটেও একেবারেই ফর্মে ছিলেন না নীতিশ। জাতীয় টি২০ প্রতিযোগিতা সৌয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ম্য়াচ খেলে মাত্র ১৪৭ রান করতে পেরেছিলেন। তবে কেকেআর অ্যাকাডেমিই তাঁর খেলায় উন্নতি ঘটিয়েছে বলে জানিয়েছেন রানা।

তবে বদলটা তাঁর খেলায় নয়, ঘটেছে মানসিকতায়। মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে অভিষেক নায়ার ও দীনেশ কার্তিকের সঙ্গে আলাদা করে বলতে পারায় তিনি মানসিক ভাবে আরও দৃঢ় হয়ে উঠেছেন বলে জানিয়েছেন আইপিএল-২০১৯'এর বর্তমান অরেঞ্জ ক্যাপের মালিক। নিজের সম্পর্কে সব দ্বিধা কেটে গিয়েছে। এখন শুধু গোটা আইপিএল মরসুম এই ফর্ম ধরে রাখতে চান তিনি।

English summary
Despite smashing consecutive fifties for KKR, Nitish Rana is concerned about maintaining his form that usually weakened quickly in the IPL. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X