For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ জিততে মরিয়া পাঞ্জাব

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির হলুদ ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

আজ আইপিএলে তাদের শেষ লিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব।

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির হলুদ ব্রিগেড। অন্যদিকে ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সবচেয়ে নিচে থাকা রবিচন্দ্রন অশ্বিনরা যদি এই ম্যাচ বড় ব্যবধানে জিততে পারেন এবং অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স যদি মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শোচনীয় ভাবে হারে, তবেই পাঞ্জাবের কাছে শেষ চারে যাওয়ার রাস্তা খুললেও খুলতে পারে। তবে সেখানেও বিস্তর সিঁড়ি ভাঙার অঙ্ক এবং চুলচেরা বিশ্লেষণ প্রয়োজন।

আইপিএল : চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ জিততে মরিয়া পাঞ্জাব

যদিও এত হিসেব কষে ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামতে চাইছে না কিংস ইলেভেন। আইপিএলের চলতি মরশুমে তাদের শেষ লিগ ম্যাচে চাপমুক্ত হয়েই নিজেদের সেরাটা দিতে চাইছেন ক্রিস গেইল, কেএল রাহুল, নিকোলাস পুরান, মায়াঙ্ক আগরওয়াল, সাম কুরান, মহম্মদ সামি, মনদ্বীপ সিংরা। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝকঝকে ব্যাটিং প্যারফর্ম্যান্স সত্ত্বেও বোলিং ব্যর্থতায় ডুবতে হয়েছিল পাঞ্জাবকে। আজ ঘরের মাঠে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে সেই ভুল-ত্রুটিগুলো শুধরে নিতে চায় রবিচন্দ্রন অশ্বিনের দল। ম্যাচের সব বিভাগেই সেরা পারফর্ম্যান্স দিতে চায় পঞ্চ নদীর তিরের রাজ্যের দল।

অন্যদিকে, নিয়মরক্ষার হলেও পাঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ইয়ালো লায়নরা। আইপিএলে নিজেদের শেষ লিগ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে প্লে-অফে যেতে চায় চেন্নাই সুপায় কিংস। ধোনির দলের খেলোয়াড়দের শরীরি ভাষাতে স্পষ্ট, বিনা যুদ্ধে সূচ সমান জমিও ছাড়বেন না তাঁরা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে তৈরি ক্যাপ্টেন কুলও।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহার, হরভজন সিং, ইমরান তাহির।

কিংস ইলেভেন পাঞ্জাব : কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), মনদ্বীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), সাম কুরান, আর্শদ্বীপ সিং, মুরুগান অশ্বিন, মহম্মদ সামি, মুজিব-উর-রহমান বা অ্যান্ড্রু টাই।

English summary
IPL 2019 : Punjab to face Chennai in their final league match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X