For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে হায়দরাবাদকে আজ হারাতে পারলে লিগ জমিয়ে দেবে রাজস্থান

এদিন আইপিএলের ৪৫ নম্বর ম্যাচে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

  • |
Google Oneindia Bengali News

এদিন আইপিএলের ৪৫ নম্বর ম্যাচে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই আইপিএলে নিজেদের অবস্থান স্পষ্ট করার লড়াইয়ে নামছে। চেন্নাই, মুম্বই ও দিল্লি ছাড়া আর কোন দলটি প্লে অফে হয়ে যাবে তা এখনও স্পষ্ট নয়।

আইপিএলে হায়দরাবাদকে আজ হারাতে পারলে লিগ জমিয়ে দেবে রাজস্থান

এই নিয়ে লড়াইয়ে রয়েছে হায়দরাবাদ, কলকাতা, পাঞ্জাব, রাজস্থান ও ব্যাঙ্গালোর দল। এই পাঁচটি দলের যেকোনও একটি শেষ চারে যেতে পারে।

হায়দরাবাদ দশ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ৪ নম্বরে রয়েছে। এদিকে রাজস্থান শেষ তিনটি ম্যাচের দুটিতে জিতে ফের একবার প্লে অফের দৌড়ে এগিয়েছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৮।
রাজস্থান এই বছরের শুরু থেকেই অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলতে নামে। তবে পারফরম্যান্স ততটা ভাল হয়নি। আটটি ম্যাচে মাত্র দুটিতে জিতে রাজস্থান লিগ টেবিলের একেবারে তলানিতে পড়ে ছিল। এরপর টিম ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে বেছে নেয় স্টিভ স্মিথকে। তারপর তাঁর নেতৃত্বেই শেষ তিনটি ম্যাচের দুটিতে রাজস্থান জয় পেয়েছে।

এই অবস্থায় এদিন হায়দরাবাদকে রাজস্থান যে ছেড়ে কথা বলবে না তা বলাই যায়। হায়দরাবাদ দলের ব্যাটিং ও বোলিং অনেক বেশি শক্তিশালী। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, মনীশ পান্ডে, বিজয় শঙ্কররা ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছেন। ফলে ধারে-ভারে এগিয়ে তাঁরাই।

এদিকে রাজস্থান রয়্যালস নতুন করে কিছুটা চাঙ্গা হয়েছে স্মিথের নেতৃত্বে। জোফ্রা আর্চার, জস বাটলার, কৃষ্ণাপ্পা গৌতম, অজিঙ্ক রাহানে, বেন স্টোকসরা নিজেদের মতো করে আপ্রাণ চেষ্টা করেছেন। বিশেষ করে গত কলকাতা ম্যাচে অসাধারণ জয়ের পর রাজস্থান দল পুরোপুরি চার্জড হয়ে গিয়েছে। এই অবস্থায় জয়পুরের ম্যাচটি মরণ-বাঁচন ম্যাচ। এই ম্যাচে হায়দরাবাদ জিতলে শেষ চারটি দলের অবস্থান অনেকটা স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে রাজস্থান জিতলে লিগ তালিকার দৌড় আবার জমে যাবে।

English summary
IPL 2019 : Rajasthan royals to take on Sunrisers Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X