For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে জয়ের ধারা বজায় রাখতে চায় ব্যাঙ্গালোর, মরিয়া পাঞ্জাবও

একদিকে দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব, প্রথম চারে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

একদিকে দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব, প্রথম চারে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে আচমকাই ছন্দে ফেরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের পয়েন্ট তালিকার নিচে থাকলেও প্লে অফের রাস্তা যে এখনও তাদের জন্য খোলা, তা তারা ভালোভাবেই জানে।

আইপিএলে জয়ের ধারা বজায় রাখতে চায় ব্যাঙ্গালোর, মরিয়া পাঞ্জাবও

পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ব্যাঙ্গালোরের খেলোয়াড়েরা মনে করতে শুরু করেছেন, তাঁরাও পারেন। তাই রবিচন্দ্রন অশ্বিনের পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামার আগে, অনুশীলনে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, মইন আলি, ডেল স্টেইন, উমেশ যাদবদের মরিয়া ভাব ফুটে উঠেছে। পুরনো ম্যাচগুলির ভিডিও ফুটেজ বারবার খতিয়ে, ভুল-ত্রুটি খুঁজে বের করে, তা সংশোধনের চেষ্টা চালাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঠিক যেভাবে, পাঞ্জাবকে তাদেরই ঘরের মাঠে আট উইকেটে হারিয়েছিলেন বিরাট কোহলিরা, এই ম্যাচেও সেই দাপট তাঁরা ধরে রাখতে চান।

আবার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে একদিকে যেমন এই ম্যাচ বদলার, অন্যদিকে আইপিএলের প্রথম চারের দরজা খোলার আরো একটি সুবর্ণ সুযোগ। গত ম্যাচে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে হারে কিছুটা হলেও অস্বস্তিতে রবিচন্দ্রন অশ্বিন, ক্রিস গেইল, লোকেশ রাহুল, ডেভিড মিলার, সাম কুরান, মহম্মদ সামিরা। কিন্তু এই ম্যাচে নিজেদের একাশো শতাংশ দিতে তারা পুরোপুরি তৈরি বলেই জানানো হয়েছে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, আকাশদ্বীপ নাথ, মইন আলি, মার্কাস স্টোয়েনিস, পবন নেগি, উমেশ যাদব, নভদ্বীপ সাইনি, ডেল স্টেইন, যজুবেন্দ্র চাহল

কিংস ইলেভেন পাঞ্জাব : ক্রিস গেইল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, মনদ্বীপ সিং, ডেভিড মিলার, হারদাস ভিলজোয়েন বা নিকোলাস পুরান, সাম কুরান, হরপ্রীত ব্রার বা আর্শদ্বীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মহম্মদ সামি, মুরগান অশ্বিন

English summary
IPL 2019 : RCB look to maintain winning momentum against Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X