For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুম বুম বুমরা বনাম চিকু ভাইয়া! আরসিবি-মুম্বই ম্যাচে চোখ রাখুন এই ব্যক্তিগত লড়াইগুলিতে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ানস আইপিএল ২০১৯-এর ম্য়াচে অন্তত তিনটি আকর্ষণীয় খেলোয়াড়দের ব্যক্তিগত লড়াই অপেক্ষা করছে।
 

Google Oneindia Bengali News

একদিকে আছেন বিরাট কোহলি, এবিডি, চাহাল, উমেশ যাদবরা। আবার অন্যদিকে রয়েছেন রোহিত শর্মা, কুইন্টন ডি'কক, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রিত বুমরা-রা। আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্য়াচে তারকার অভাব নেই। ফলে বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল মোকাবিলা যে জমে যাবে সেই বিষয়ে প্রায় কোনও সন্দেহই নেই।

আইপিএল শুরুর অনেক আগে থেকে এই ম্য়াচ নিয়ে প্রচার শুরু করেছিল সম্প্রচারকারী-রা। প্রোমোশনাল ভিডিও-য় বিরাট কোহলিকে 'চিকু ভাইয়া' বলে সম্বোধন করে চ্য়ালেঞ্জ জানিয়েছিলেন জসপ্রিত বুমরা। সেই প্রতিদ্বন্দ্বিতার মতোই কিন্তু আরও বেশ কয়েকটি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাই ঠিক করে দিতে পারে ম্য়াচের গতিপ্রকৃতি। চিন্নাস্বামীতে চোখ রাখুন এই লড়াই গুলির উপরে।

অসহিষ্ণুতায় আমির

অসহিষ্ণুতায় আমির

দেশে অসহিষ্ণুতার প্রশ্নে এবার মুখ খুললেন আমির খান। দেশের পরিস্থিতি ভীতিকর। একদিন বাড়িতে কথা বলার সময় আমার স্ত্রী কিরণ তো বলেই ফেললেন আমাদের কী ভারত ছেড়ে চলে যাওয়া উচিত।

পাণ্ডিয়া বনাম গ্র্যান্ডহোমি

পাণ্ডিয়া বনাম গ্র্যান্ডহোমি

সাধারণত ক্রিকেটীয় এই প্রতিদ্বন্দ্বিতার দুই প্রান্তে থাকেন এক ব্য়াটসম্য়ান ও এক বোলার। কিন্তু এই ক্ষেত্রে দুজনেই অলরাউন্ডার। দুজনেই বল-ব্য়াট দুটোই ইনিংসের শেষের দিকেই করে থাকেন। ফলে দুই ইনিংসেই এই দুজনের মুখোমুখি লড়াই দেখা যেতে পারে। আইপিএল-এর প্রথম ম্য়াচটা কিন্তু দুই অলরাউন্ডারের কারোরই ভালো যায়নি। কিন্তু দুজনেই ম্য়াচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

আমিরের পাল্টা মনোজের

আমিরের পাল্টা মনোজের

আমির খানের মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। বিজেপির মনোজ তিওয়ারি বলেছেন, আমিরের মন্তব্য আমি আশ্চর্য ও মর্মাহত। মিনিটের মধ্যে এত বড় একটা মন্তব্য করা এবং ভারত মাকে কলঙ্কিত করা, এতে আমিরজির ভাবা উচিত যে উনি কতটা ভুল কথা বলেছেন।

রোহিত শর্মা বনাম যুজবেন্দ্র চাহাল

রোহিত শর্মা বনাম যুজবেন্দ্র চাহাল

স্পিনের বিরুদ্ধে রোহিত শর্মা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্য়ান। তিনি এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ওপেন করছেন। অন্যদিকে আরসিবির হয়ে পাওয়ার প্লেতে বল করেন ভারতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও। সিএসকের বিরুদ্ধে হাতে মাত্র্ ৭০ রান নিয়েও ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন চাহাল। অন্যদিকে দিল্লির বড় রান তাড়া করে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি রোহিত। বেঙ্গালুরুর ব্য়াটিং উইকেটে ভারতীয় দলের সহঅধিনায়ককে জাতীয় দলের অন্যতম ম্য়াচ উইনার স্পিনার থামাতে পারেন কিনা তার উপর অনেকটাই নির্ভর করথছে ম্য়াচের ভবিষ্যত।

সিঙ্গাপুরে মোদী

সিঙ্গাপুরে মোদী

ইস্তানায় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি টনি ট্যান কেং ইয়ামের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুমরা বনাম চিকু ভাইয়া

বুমরা বনাম চিকু ভাইয়া

তবে এই ম্য়াচের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই বিশ্বের ১ নম্বর বোলার জসপ্রিত বুমরা বনাম তাঁর চিকু ভাইয়া অর্থাত বিশ্বের সেরা ব্য়াটসম্য়ান বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বিতা। ক্রিজে বিরাট যখনই আসুন, তাঁর সামনে বুমরাকে এগিয়ে দেওয়ার লোভ রোহিত সামলাতে পারবেন বলে মনে হয় না। প্রথম ম্য়াচে কিন্তু বুমরার বিষাক্ত ইয়র্কারগুলো সঠিক জায়গায় পড়েনি। আবার বিরাটের আইপিএল ২-০১৯-এর শুরুটাও একদমই ভালো হয়নি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে জেতে তা ম্য়াচে তো প্রভাব ফেলবেই, তার বাইরেও এই লড়াই আলাদা আকর্ষণ তৈরি করেছে।

জল থৈ থৈ

জল থৈ থৈ

বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। চেন্নাইয়ের সরকারি হাসপাতালে জল ঢোকায় সমস্যায় রোগীরা।

প্রচ্ছন্ন লড়াই

প্রচ্ছন্ন লড়াই

এই লড়াই বাকি তিন যুদ্ধের মতো প্রকট নয়, বরং বলা যায়, এটা চলবে পর্দার পিছনে। অনেকেই মনে করেন বিরাট শ্রেষ্ট ব্যাটসম্য়ান হলেও অধিনায়কত্বের দিক থেকে এগিয়ে আছেন রোহিত। আইপিএল -২০১৯ শুরু হর আগে এই নিয়ে তর্কটা উস্কে দিয়েছিলেন গৌতম গম্ভীর। কাজেই এই মুখোমুখি লড়াইয়ে দুই অধিনায়ককেও নিক্তিতে মাপা হবে।

English summary
Here are three interesting player battles that fans could watch out for in Royal Challengers Bengaluru vs Mumbai Indians IPL 2019 match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X