For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : প্লে-অফ খেলতে মরিয়া রাজস্থানকে হারাতে চায় ব্যাঙ্গালোর

আজ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের পয়েন্ট তালিকার আট নম্বরে থাকা দলের সঙ্গে সাত নম্বরে থাকা দলের লড়াই।

  • |
Google Oneindia Bengali News

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের পয়েন্ট তালিকার আট নম্বরে থাকা দলের সঙ্গে সাত নম্বরে থাকা দলের লড়াই।

এইটথ অর্থাৎ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লে-অফ খেলার স্বপ্ন শেষই বলা চলে। তাই ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অজিঙ্ক রাহানেদের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের ম্যাচকে নিয়মরক্ষা হিসেবেই দেখছেন সমর্থকরা।

আইপিএল : প্লে-অফ খেলতে মরিয়া রাজস্থানকে হারাতে চায় ব্যাঙ্গালোর

তবে এই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। ব্যাঙ্গালোরের আশা শেষ হলেও ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট সংগ্রহ করা রাজস্থান রয়্যালসের কাছে এখনও প্লে-অফের দরজা খোলাই রয়েছে। কঠিন সমীকরণ পেরিয়ে স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনদের শেষ চারে জায়গা পেতে আজ সহ বাকি সবকটি ম্যাচ জিততেই হবে। সেখানে দাঁড়িয়ে, মরু রাজ্যের দলের স্বপ্ন ভেঙে চুরমার করার সুযোগ রয়েছে বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্সদের কাছে।

বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতি শিবিরে যোগ দিতে ইতিমধ্যেই ইংল্যান্ডে ফিরে গেছেন রাজস্থান রয়্যালসের অন্যতম স্তম্ভ জস বাটলার, বেন স্টোকস ও জোফ্রা আর্চার। তাঁদের শূণ্যস্থান অ্যাসটন টার্নার, লিয়াম লিভিংস্টোন, ওসহেন থমাসরা পূরণ করতে পারবেন কিনা, তা জানতে উদগ্রীব ক্রিকেট প্রেমীরা। অন্যদিকে, শেষ দুই ম্যাচে অন্তত কিছু না হোক, বিরাট ধামাকা তো চলুক গোছের মনোভাব নিয়ে এদিনও এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গলা ফাটাতে প্রস্তুত সমর্থকরা। কিছু পরিবর্তন এই দলেও হতে পারে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

রাজস্থান রয়্যালস : অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যাসটন টার্নার, লিয়াম লিভিংস্টোন, রিয়ান পারাগ, স্টুয়ার্ট বিনি, ওসহেন থমাস, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, বরুণ অ্যারোন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মার্কাস স্টোয়েনিস, হেইনরিচ ক্লাসেন, শিবম দুবে, গুরকীরত সিং মান, ওয়াশিংটন সুন্দর, নভদ্বীপ সাইনি, উমেশ যাদব, যজুবেন্দ্র চাহল।

English summary
IPL 2019 : RCB wants to spoil playoff equation for RR.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X